বিনোদন

রসিক নির্বাচন: ২২৭ কেন্দ্রে এগিয়ে জাপা, চতুর্থ নৌকা

<![CDATA[

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের ফল ঘোষণা চলছে। এখন পর্যন্ত ২২৭টি কেন্দ্রে জাতীয় পার্টির (জাপা) মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা এগিয়ে আছেন।

রসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন জানান, এই ২২৭ কেন্দ্রে মোস্তাফিজার রহমান মোস্তফা লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১৪৪৭৮৯ ভোট, তার পরের অবস্থানে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আমিরুজ্জামান।

তিনি পেয়েছেন ৪৯২৬৩ ভোট। তৃতীয় অবস্থানে রয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী লতিফুর রহমান। তিনি পেয়েছেন ৩৩০৯৪ ভোট। চতুর্থ অবস্থানে রয়েছেন আওয়ামী লীগ প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ২২১৫৪ ভোট।

আরও পড়ুন: বর্তমান ইসির অধীনে নির্বাচনে সহিংসতা শূন্যের কোঠায়: সিইসি

এর আগে, মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। এরপর জেলা শিল্পকলা একাডেমিতে শুরু হয় ভোটের ফল ঘোষণা। সবকটি কেন্দ্রেই ইভিএমে ভোট হয়েছে।

এই নির্বাচনে মোট ভোটার চার লাখ ২৬ হাজার ৪৬৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ১২ হাজার ৩০২ বাকি দুই লাখ ১৪ হাজার ৪৬৯ জন নারী ভোটার। ভোট কেন্দ্রের সংখ্যা ২২৯টি। মোট ওয়ার্ড ৩৩টি।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!