বাংলাদেশ

রসিক মেয়র মোস্তফার পদত্যাগ গ্রহণ করে প্রজ্ঞাপন

<![CDATA[

রংপুর সিটি নির্বাচনে মেয়র পদে অংশ নিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে (এলজিআরডি) পদত্যাগপত্র জমা দিয়েছেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। পদত্যাগপত্র গ্রহণের পর প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়।

বুধবার (২৩ নভেম্বর) বিকেলে এলজিআরডি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর আগে বিকেলে এলজিআরডি মন্ত্রী বরাবর পদত্যাগপত্র দেন মোস্তাফিজার রহমান মোস্তফা।

গত ১৩ নভেম্বর রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে মেয়র পদে মোস্তফিজার রহমান মোস্তফাকে মনোনয়ন দেন জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু। মোস্তাফিজার রহমান মোস্তফার পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করেন দলের ভাইস চেয়ারম্যান ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এসএম ইয়াসীর এবং সদস্যসচিব আনিসুর রহমান আনিস। দুদিন পর ১৫ নভেম্বর রংপুর আঞ্চলিক নির্বাচন অফিস থেকে নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন মোস্তাফিজার রহমান মোস্তফা। মোস্তফার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জাপার ভাইস চেয়ারম্যান ও মোস্তফার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এসএম ইয়াসীর ও সদস্যসচিব আনিছুর রহমান আনিছ।

আরও পড়ুন: রসিক নির্বাচনে মেয়রসহ ২১৭ প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

উল্লেখ্য, ২০১২ সালের ২৮ জুন পৌরসভা থেকে ১৮টি ওয়ার্ড বর্ধিত করে ৩৩টি ওয়ার্ড নিয়ে রংপুর সিটি করপোরেশন গঠন হয়। এরপর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ওই বছরের ২০ ডিসেম্বর। এতে আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু প্রথম মেয়র নির্বাচিত হন। ২০১৭ সালের ২১ ডিসেম্বর দ্বিতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টুকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা।

বর্তমানে এই সিটির জনসংখ্যা প্রায় ১০ লাখ। আর ভোটার রয়েছে চার লাখের বেশি। তৃতীয়বারের মতো রংপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৭ ডিসেম্বর। এ দিন ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ দিন ২৯ নভেম্বর। ১ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই এবং ৮ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ। প্রতীক বরাদ্দ দেয়া হবে পরদিন ৯ ডিসেম্বর। প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা ১৭ দিন প্রচার-প্রচারণার সুযোগ পাবেন।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!