খেলা

রাঙামাটিতে আগুনে পুড়ল ৬ বসতঘর

<![CDATA[

রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকায় আগুনে পুড়েছে দুই মালিকের ৬টি বসতঘর। ঘরগুলোতে ১৬ টি ভাড়াটিয়া পরিবার ছিল। ফায়ার সার্ভিস বলছে, তদন্ত শেষে ক্ষয়ক্ষতি জানা যাবে।

শনিবার (১৯ নভেম্বর) দুপুরে রিজার্ভ বাজারের মহসনি কলোনি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, হঠাৎ ধোঁয়ার কুণ্ডলী দেখতে পেয়ে প্রথমে নিজেরা আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর কাজে যোগ দেয়। ফায়ার সার্ভিস প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। নুরুল হাকিম মিয়া সওদাগরের ভাড়াটিয়ার লাকড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত বলে স্থানীয়দের প্রাথমিক ধারণা।

রাঙামাটি ফায়ার সার্ভিসের উপপরিচালক ইকবাল হোসেন বলেন, দুপুর দেড়টার দিকে ফোন পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে রির্জাভ বাজার ঘনবসতিপূর্ণ এলাকা হাওয়া গাড়ি প্রবেশ ও পানির ব্যবস্থা করতে সমস্যা হয়েছে। তবুও একঘণ্টারও কম সময়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ তদন্তের পরে জানা যাবে।

আরও পড়ুন: রংপুরে আগুনে ভস্মীভূত ১৪ দোকান

স্থানীয় বাসিন্দা সিরাজুল মোস্তফা বলেন, আমরা অসচেতনভাবে বাড়ি তৈরি করে হ্রদে নামার রাস্তা পর্যন্ত রাখিনি। তাই ফায়ার সার্ভিসের লেকে নামতে অনেক সময় লেগেছে। আজ যদি নৌফায়ার স্টেশন থাকতো তাহলে আরও কম সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হতো। আমরা নৌফায়ার স্টেশন স্থাপনের জোর দাবি জানাচ্ছি।

ঘটনাস্থল পরিদর্শনে করেছেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, স্থানীয় কাউন্সিলর মো. হেলাল উদ্দিন ও জামাল উদ্দিন।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!