রাজধানীতে চাঁদার দাবিতে মুক্তিযোদ্ধাসহ ৪ জনকে পিটুনি, কুপিয়ে জখম
<![CDATA[
রাজধানীর রায়েরবাজার এলাকায় চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় মুক্তিযোদ্ধাসহ তিন জনকে পিটিয়ে এবং একজনকে কুপিয়ে জখম করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে রায়েরবাজার মেরিস্টোপ ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- তিন সহোদর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান রতন (৭০), নাসিম রহমান (৬২), সেলিম রহমান (৫৭) এবং কেয়ারটেকার ইউনুস সরদার (৩৫)। তাদেরকে সবাইকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এরমধ্যে সেলিম ও রতন জার্মানির নাগরিক। সেলিম জার্মানির একটি এলাকার কাউন্সিলর। তিন সপ্তাহ আগে সেলিম দেশে এসেছেন।
আহতরা জানান, তাদের বাসা পশ্চিম থানমন্ডির মধুবাজার এলাকায়। রায়েরবাজার বাড়ৈইখালী তাদের নিজেদের ৪৪ শতাংশ জমি রয়েছে। সেখানে গরুর খামারের তৈরির জন্য ভরাটের কাজ চলছিল। তবে সেখানে কাজ করার জন্য ৫০ লাখ টাকা চাঁদার দাবি করে হুমকি দিচ্ছিল স্থানীয় সন্ত্রাসী সানজিদুল হক ইমনের লোকজন। কিন্তু তারা টাকা দিতে অস্বীকৃতি জানান। চাঁদা দাবি করায় হাজারীবাগ থানায় কয়েক দফা সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়।
আরও পড়ুন : র্যাব, মেজর ও পুলিশ কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করতেন তিনি
তারা জানান, বৃহস্পতিবার তারা তিন ভাই ও কেয়ারটেকার মিলে বাড়ৈইখালীতে কাজ শেষ করে হেঁটে মধুবাজারের বাসায় ফিরছিলেন। এ সময় রায়েরবাজার মেরিস্টোপ ক্লিনিকের সামনে প্রায় ২০-২৫ জনের দল তাদের উপর দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিতে হামলা করে। এ সময় রতনের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয় এবং বাকিদের শরীরে বিভিন্ন জায়গা কিল-ঘুষি মারা হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, সেলিমের মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। বাকি ৩ জনের শরীরে কিল ঘুষির আঘাত আছে। তাদেরকে সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
]]>