রাজধানীতে ট্রাকের ধাক্কায় লেগুনার ছয় যাত্রী আহত
<![CDATA[
রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার রোডে ট্রাকের ধাক্কায় লেগুনার চালকসহ ছয় যাত্রী আহত হয়েছেন।
বুধবার (১২ অক্টোবর) বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত তিনজন হলেন- কাঁচামাল ব্যবসায়ী হাবিবুর রহমান (৩৫), প্রবাসী শরিফুল ইসলাম (৪২) ও থাইগ্লাস ব্যবসায়ী মো. সুমন (২৫)। বাকিদের নাম জানা যায়নি।
আহতরা জানান, তারা স্টাফ কোয়ার্টার থেকে লেগুনাযোগে যাত্রাবাড়ীর দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে একটি ট্রাক রঙ সাইড দিয়ে আসছিল। এ সময় ট্রাকের ধাক্কায় লেগুনায় থাকা ছয়জন যাত্রী ও চালক আহত হন।
আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষার্থীর, সড়ক অবরোধ
ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) সায়মুম হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডেমরা স্টাফ কোয়ার্টার রোডের বামৈল ব্রিজের পাশে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে লেগুনার চালকসহ ছয়জন আহত হয়। খবর পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। ট্রাক ও লেগুনা জব্দ করা হয়েছে।
]]>