রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে ঠিকাদারসহ আহত ২
<![CDATA[
রাজধানীর ভাষানটেকে দুর্বৃত্তদের গুলিতে মো. হোসেন আলী (৬০) নামে এক ঠিকাদারসহ ২ জন আহত হয়েছেন। রোববার (১ জানুয়ারি) রাত ৮টার দিকে উত্তর ভাষানটেক হোসেন আলী মোড়ে একটি অফিসের ভেতর এই ঘটনা ঘটে।
আহত অবস্থায় ওই ঠিকাদারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
উত্তর ভাষানটেক হোসেন আলী মোড়ে তার বাসা। তিনি ওয়েলফেয়ার সোসাইটি নামে একটি সংঘের সভাপতি।
হোসেন আলীর অফিসের পিয়ন শফিকুল ইসলাম রিপন জানান, রাতে অফিসে হোসেন আলীসহ ১০-১২ জন বসে কাজ নিয়ে আলোচনা করছিলেন। তখন ১৫ থেকে ২০ জন মুখোশধারী দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে এবং ধারালো অস্ত্রো দিয়ে কুপিয়ে আহত করে হোসেন আলীকে। তাকে বাঁচাতে গিয়ে অফিসেরই আরেক কর্মচারী অন্তর (৩০) আহত হন।
আরও পড়ুন: বছরের শুরুতেই বিএসএফের গুলি, বাংলাদেশি নিহত
তিনি আরও জানান, ৫ মিনিটের মধ্যে তারা অন্তত ৮ থেকে ১০ রাউন্ড গুলি করে, এরপর সবাই দৌঁড়ে পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, হোসেন আলী দুই পায়ের ধারালো অস্ত্রের আঘাতসহ হাঁটুতে গুলিবিদ্ধ হয়েনছে। ঘটনাটি ভাষানটেক থানা পুলিশ দেখছে।
]]>