রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
<![CDATA[
রাজধানীর কদমতলির মিরাজনগরে ড্রেন মেরামত কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে সোহাগ (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
মৃত সোহাগ কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার মোসলেহ উদ্দিনের ছেলে। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লার রসূলবাগ এলাকায় থাকতেন।
সোহাগের সহকর্মী মো. হোসেন জানান, তারা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অধীনে মিরাজনগর এলাকায় ড্রেনের মাটি কাটার কাজ করছিলেন। ড্রেনে জমে থাকা পানি নিষ্কাশনের জন্য পানির মোটরের চালু করার সময় সোহাগ বিদুৎস্পৃষ্ট হন। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক দুপুর ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন : সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে প্রাণ গেল রাতুলের
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
]]>




