বিনোদন
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২১
<![CDATA[
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
বুধবার (৫ অক্টোম্বর) সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৪৩৫ পিস ইয়াবা, ১০৭ গ্রাম হিরোইন, ২ কেজি ৫৫০ গ্রাম গাঁজা ও ২০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
আরও পড়ুন : হাসিমুখে গাড়ি থামিয়ে প্রশংসায় ভাসছেন ট্রাফিক পুলিশ জসিম
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৮টি মামলা দায়ের করা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিএমপি।
]]>




