রাজধানীতে স্ত্রীর সঙ্গে অভিমান করে গলায় ফাঁস নিলেন সজীব
<![CDATA[
রাজধানীর কদমতলী থেকে নুরুল ইসলাম সজীব (২৬) নামে এক বাসচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাত ১০টার দিকে কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহবুবুল হক মরদেহটি উদ্ধার করেন।
সজীব লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দক্ষিণ কিউরি গ্রামের মৃত আবু তালেবের ছেলে। স্ত্রী রিমি ও একমাত্র সন্তান আব্দুর রহমানকে (১) নিয়ে কদমতলীর পূর্ব জুরাইন মেডিকেল রোডের একটি বাড়িতে ভাড়া থাকতেন সজীব।
সজীবের বড় বোন আমেনা আক্তার শিলা জানান, বাসচালক ছিলেন সজীব। বৃহস্পতিবার রাতে পুলিশের মাধ্যমে তারা খবর পান, সজীব গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।
সজীবের শাশুড়ি শামসুন্নাহার বেগম জানান, বৃহস্পতিবার সকালে স্ত্রী রিমি সজীবকে বাজার করতে বলেন। তবে তার কাছে টাকা নেই বলে জানান সজীব। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া ও একটু হাতাহাতি হয়। পরে সজীব রুমে ঢুকে দরজা বন্ধ করে দেন। এরপর তাকে ডাকাডাকি করলেও তিনি কোনো সাড়াশব্দ করেননি। রুমের মধ্যে ঘুমিয়ে পড়েছেন ভেবে তারা বিকেল পর্যন্ত আর সজীবকে ডাকেননি।
আরও পড়ুন : স্ত্রী ছেড়ে যাওয়ায় ফাঁস দিলেন অন্তু
পরে রাত ৯টার দিকেও দরজা না খোলায় পুলিশকে খবর দেয়া হয়। রাত ১০টার দিকে পুলিশ গিয়ে দরজা ভেঙে ঝুলন্ত সজীবের মরদেহ উদ্ধার করে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
]]>




