রাজধানীতে ১০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২
<![CDATA[
রাজধানীর খিলক্ষেত থানা এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতারের দাবি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর ২০২২) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খিলক্ষেত থানার তেঁতুলতলা মসজিদ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা উত্তরা জোনাল টিম।
গ্রেফতাররা হলেন- মো. গিয়াস উদ্দিন ও মো. ইসমাইল হোসেন।
অভিযানে নেতৃত্ব দেয়া অতিরিক্ত উপপুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু জানান, দুই মাদক কারবারি খিলক্ষেত থানার তেঁতুলতলা মসজিদ এলাকায় ইয়াবা ট্যাবলেট বিক্রির জন্য অবস্থান করছে এমন তথ্য পাওয়া যায়। পরে সেখানে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ গিয়াস ও ইসমাইলকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন : ধনীদের প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল করতেন তারা
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানিয়েছে, দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো তারা।
এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে তাদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
]]>