বিনোদন

রাজধানীতে ২৭ চোরাই সাইকেল উদ্ধার, গ্রেফতার ৩

<![CDATA[

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে চার শতাধিক বাইসাইকেল চুরির ঘটনায় সংঘবদ্ধ চোরচক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও বিভাগের হাতিরঝিল থানা পুলিশ।

শনিবার (৫ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেফতারের পর তাদের কাছে থেকে চোরাই ২৭টি বাইসাইকেল উদ্ধার করা হয়। গ্রেফতাররা হলো আসিফ, আপন ও হোসেন ফকির শাকিল।

হাতিরঝিল থানা পুলিশ সূত্রে জানা যায়, মধুবাগ এলাকায় চোরাই বাইসাইকেল বেচাকেনা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মধুবাগ এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানকালে প্রথমে আসিফ ও আপনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুজন বাইসাইকেল চুরি ও চোরাই বাইসাইকেল বিক্রির সঙ্গে জড়িত বলে স্বীকার করে।

পরে তাদের দেয়া তথ্যের সূত্র ধরে মধুবাগ থেকে হোসেন ফকির শাকিলকে গ্রেফতার করে তার দোকান থেকে একটি চোরাই বাইসাইকেল উদ্ধার করা হয়। শাকিলের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পশ্চিম রামপুরার একটি গোডাউন থেকে আরও ২৬টি চোরাই বাইসাইকেল উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ইশরাকসহ বিএনপির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৭

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃত আসিফ ও আপনসহ এ চক্রের আরও ১০ জন মিলে মগবাজার, রামপুরা, মতিঝিল, বাড্ডা ও মুগদা এলাকায় বাইসাইকেল চুরির নেটওয়ার্ক গড়ে তোলে। চক্রটির মূল টার্গেট রেস্টুরেন্ট, মার্কেট, কাঁচাবাজার কিংবা মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিদের বাইসাইকেল। টার্গেটকৃত বাইসাইকেলে তালা না থাকলে তারা মুহূর্তেই চুরি করে নিয়ে যায়। তালা থাকলেও বিশেষ কায়দায় চোখের পলকেই ভেঙে ফেলে। এই চক্রটি গত ৩-৪ বছরে প্রায় ৪ শতাধিক বাইসাইকেল চুরিতে জড়িত বলে তথ্য পাওয়া গেছে। এই চক্রের অন্য সদস্যদেরকেও শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত শাকিলের বাইসাইকেল মেরামতের দোকান আছে মধুবাগে। সে মূলত এই চক্রের সদস্যদের কাছ থেকে অল্প দামে চোরাই বাইসাইকেল কিনে তার গোডাউনে রেখে প্রয়োজনে মেরামত করে বা যন্ত্রাংশ পরিবর্তন করে নিজের দোকানে রেখে বিক্রি করে। চোরাই বাইসাইকেলের সংখ্যা বেশি হলে বংশালে একটি দোকানে পাঠিয়ে দেয়। সেই দোকানের মালিককেও গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা দায়ের করা হয়েছে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!