রাজধানীর গুলশানে স্পা সেন্টারে ‘অনৈতিক কার্যকলাপ’, নারীসহ আটক ২৫
<![CDATA[
রাজধানীর গুলশান এলাকার তিনটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে পতিতাবৃত্তি ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ২৫ জনকে আটক করেছে পুলিশ।
রোববার (১০ অক্টোবর) দিবাগত রাতে গুলশান-১ ও গুলশান-২ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের দাবি, এসব স্পা সেন্টানে অনৈতিক কর্মকাণ্ড চলছে, এমন খবর পেয়েই সেখানে অভিযান চালানো হয়। স্পা সেন্টারগুলো হচ্ছে, গুলশান-১ এর লোটাস থাই স্পা, গুলশান-২ এর দ্য বেস্ট স্পা ও অপ্পো থাই স্পা সেন্টার।
অভিযানে আটকদের মধ্যে ১৯ নারী ও ৬ পুরুষ।
আরও পড়ুন : কমলাপুরে ‘ধর্ষণ’: টাকার বিনিমিয়ে শারীরিক সম্পর্কের দাবি আসামির
গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মিরাজ আকন বিষয়টি নিশ্চিত করে বলেন, এসব স্পা সেন্টারে স্পার বদলে পতিতাবৃত্তি পরিচালিত হচ্ছে, এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, স্পা সেন্টারগুলোতে পতিতাবৃত্তির কাজ চলছিল। পরে স্পা সেন্টারগুলো থেকে ২৫ জনকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে গুলশান থানায় একটি মামলা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
]]>




