রাজধানীর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
<![CDATA[
রাজধানীর কদমতলী এলাকায় পুকুর থেকে আদিল (১১) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে অচেতন অবস্থায় আদিলের স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। তবে সেখানে দায়িত্বরত চিকিৎসক আদিলকে মৃত ঘোষণা করেন।
স্বজনরা জানান, তাদের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায়। বর্তমানে তারা পশ্চিম মোহাম্মদবাগ এলাকায় থাকেন। আদিল স্থানীয় মাজেদা মডেল স্কুলের তৃতীয় শ্রেণিতে পড়তো। দুই ভাই এক বোনের মধ্যে আদিল ছিল ছোট।
আদিলের বড় ভাই মো. শাকিব জানান, দুপুরে স্কুল থেকে বাসায় ফিরে ব্যাগ রেখেই আবার বাসা থেকে বের হয় আদিল। এরপর আর বাসায় ফেরেনি। অনেক জায়গায় খোঁজাখুজি করা হয় তাকে। পরে রাত সাড়ে ৮টার দিকে খবর পেয়ে এলাকার একটি পুকুরে ভাসমান অবস্থায় অচেতন আদিলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকের মৃত্যু
তিনি জানান, স্থানীয়রা তাদের জানিয়েছেন বিকেলে আদিল পুকুরটিতে গোসল করতে নেমেছিল। এরপর কি হয়েছে সেটি তারা জানেন না।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। শিশুটি গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছে নাকি অন্য কিছু হয়েছে তা তদন্তের জন্য থানা পুলিশকে জানানো হয়েছে।
]]>