বিনোদন

রাজধানীর সড়কে ছাত্রের মৃত্যু, মাইক্রোবাস চালক আটক

<![CDATA[

রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. আলী হোসেন (১৭) নামে সরকারি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রের মৃত্যুর ঘটনায় মাইক্রোবাস চালককে আটক করা হয়েছে।

সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে আশুলিয়ার বিশমাইল এলাকা থেকে তাকে আটক করা হয়। তার নাম জিয়াউল হক (৫০)। একইসঙ্গে মাইক্রোবাসটিকেও জব্দ করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ থেকে গণমাধ্যমের কাছে পাঠানো এক খুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে গতকাল রোববার (১১ সেপ্টেম্বর) বাসা থেকে ফার্মগেট এলাকায় কোচিংয়ের জন্য যাচ্ছিল মো. আলী হোসেন (১৭)। পথে বিজি প্রেসের সামনে একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন : রাজধানীতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

এরপর নিরাপদ সড়কের দাবিতে সোমবার বেলা পৌনে ১২টায় রাজধানীর ফার্মগেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে সরকারি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। অবরোধ কর্মসূচিতে যোগ দেয়া শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস; আমার ভাই মরল কেন? প্রশাসন জবাব চাই; নিরাপদ সড়কের দাবি মানতে হবে, মানতে হবে’ ইত্যাদি স্লোগান দিয়েছেন। পরে দুপুর আড়াইটার দিকে বিচারের আশ্বাস পেয়ে তারা অবরোধ থেকে সরে আসে।

এদিকে, সকাল থেকে বৃষ্টি হওয়ায় রাজধানীতে তীব্র যানজট ছিল। অফিসগামী মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের গন্তব্যে পৌঁছাতে অনেক দেরি হয়। এরমধ্যে শিক্ষার্থীদের সড়ক অবরোধের ফলে রাজধানীর গুরুত্বপূর্ণ ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের ‍সৃষ্টি হয়েছে। বৃষ্টিভেজা নগরীতে সড়ক অবরোধ জনসাধারণের দুর্ভোগ আরও বহুগুণে বাড়িয়ে দেয়।

ট্রাফিক পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার সাহেদ আল মাসুদ বলেন, শিক্ষার্থীরা তাদের সহপাঠীর মৃত্যুর প্রতিবাদ করছে। ফলে বিজয় সরণি মোড়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। তাদের বোঝানোর পর তারা যেন ছেড়ে চলে গেছে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!