‘রাজনৈতিকভাবেই বিগত দিনের মতো উচ্ছেদ হবে বিএনপি’
<![CDATA[
বিএনপি জোটকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু বলেছেন, আজ যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চান, তাদের রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। রাজনৈতিকভাবেই বিগত দিনের মতো উচ্ছেদ হবে বিএনপি; যদি তারা নির্বাচনে অংশগ্রহণ না করে। আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে সংবিধান অনুযায়ী এবং শেখ হাসিনা সরকারের অধীন।
শনিবার সকালে ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমির হলরুমে বাংলাদেশ আওয়ামী মৎসজীবী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমির হোসেন আমু।
তিনি আরও বলেন, ‘আমাদের ধারণা, নিজেদের অস্তিত্বের কারণেই বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে। জনগণের কাছে যদি তাদের থাকতে হয়, তবে তাদের নির্বাচনে অংশগ্রহণ করতে হবে।’
আরও পড়ুন: আওয়ামী লীগের ক্ষয় নাই: আমু
আওয়ামী লীগের এ প্রবীণ নেতা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ নেতারা ছাড়াও মৎসজীবী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। জেলা মৎসজীবী লীগের শত শত নেতাকর্মী অনুষ্ঠানে অংশ নেন। তবে সম্মেলনে আগামী এক মাস পর অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়।
]]>




