বাংলাদেশ
রাজবাড়ীতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
<![CDATA[
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাটের বিপরীত পাশে পদ্মা নদীর তীর থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তির (পুরুষ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় ৬টায় দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ীর মর্গে পাঠায়।
আরও পড়ুন: রাজবাড়ীতে কিশোরের মরদেহ উদ্ধার
দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল কবির জানান, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে ওই মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে দশ থেকে বারো দিন আগে তার মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর হবে। তিনি পুরুষ ও মুসলিম। নিহত ব্যক্তি পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।
]]>




