রাজবাড়ীতে গড়াই নদীতে ডুবে বৃদ্ধার মৃত্যু
<![CDATA[
রাজবাড়ীর কালুখালী উপজেলার গড়াই নদীতে ডুবে নির্মালা সেন (৮৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রোববার (১৫ জানুয়ারি) বিকেলে তার মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসকর্মীরা।
নির্মালা সেন কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের ঘাটরা গ্রামের গ্রাম পুলিশ অনিলের মা।
এর আগে রোববার দুপুরে কালুখালী উপজেলার সাওরাইল গড়াই নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যান তিনি।
সাওরাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম আলী বলেন, সাওরাইল ইউনিয়নের ঘাটরা গ্রামের গ্রাম পুলিশ অনিলের মা নির্মালা সেন গড়াই নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যান। তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে কালুখালী ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।
আরও পড়ুন: হাঁসের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
পরে কালুখালী ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. মোশারফ হোসেনের নেতৃত্বে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে এসে বিকেলে বৃদ্ধার মরদেহ উদ্ধার করেন।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যর বিষয়টি নিশ্চিত করেন।
]]>