খেলা

রাজশাহীতে বিএনপির গণসমাবেশের মিডিয়া কার্ড বর্জন সাংবাদিকদের

<![CDATA[

রাজশাহীতে শনিবার (৩ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির বিভাগীয় গণসমাবেশ। এই গণসমাবেশের সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকদের দলটির সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও বিএনপির শীর্ষ নেতাদের ছবি সংবলিত মিডিয়া কার্ড বিতরণ করায় রাজশাহীর সংবাদকর্মীরা কার্ড বর্জন করেছেন।

শুক্রবার (২ ডিসেম্বর) রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহীতে বিভাগীয় গণসমাবেশ সংবাদ সংগ্রহের জন্য বিএনপির দেয়া মিডিয়া কার্ডে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ কারাবন্দী এক আসামির ছবি পরিবেশন করায় এই মিডিয়া কার্ডটি আরইউজের পক্ষ থেকে বর্জন করা হলো।

এদিকে শনিবার রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার সন্ধ্যায় রাজশাহীতে পৌঁছেছেন। পরে তিনি সমাবেশস্থল পরিদর্শন করেন। রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে শনিবার সকালে বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হবার কথা রয়েছে।

আরও পড়ুন: ১০ ডিসেম্বর সমাবেশের নামে কী পরিকল্পনা করছে বিএনপি?

এই গণসমাবেশের সংবাদ সংগ্রহের জন্য সংবাদকর্মীদের জন্য মিডিয়া কার্ডের ব্যবস্থা করেছে বিএনপি। এতে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ব্যবহার করা হয়েছে। আর এতেই চটেছেন রাজশাহীর সংবাদকর্মীরা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও বিভিন্ন গ্রুপে সাংবাদিকদের ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।

রোজিনা সুলতানা নামে এক সংবাদকর্মী ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, ‘একজন সংবাদকর্মী হিসেবে এই কার্ড গলায় ঝুলিয়ে সমাবেশে প্রবেশ কতটা যৌক্তিক?’

আসগর আলী সাগর নামে অপর একজন লিখেছেন, ‘আমরা সাংবাদিকরাও আজ রাজনৈতিক পদবীধারী সাংবাদিকে পরিণত হতে চলেছি।’

এ বিষয়ে সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম বলেন, পলাতক সাজাপ্রাপ্ত আসামির ছবি সংবলিত মিডিয়া কার্ড গলায় ঝুলিয়ে বিএনপির গণসমাবেশে অংশ নেবে না সংবাদকর্মীরা। এ ঘটনার নিন্দা জানিয়ে গণমাধ্যমকে কলুষিত করার অপচেষ্টা বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: আক্রমণ করলে পাল্টা আক্রমণ হবে কি না সময় বলে দেবে: ওবায়দুল কাদের

বিভাগীয় গণসমাবেশের মিডিয়া উপকমিটির আহ্বায়ক তোফাজ্জল হোসেন তপু ও সদস্য সচিব আতিকুর রহমান রুমনের নাম কার্ডে উল্লেখ রয়েছে। শুক্রবার বিএনপির পার্টি অফিসে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে এই কার্ড বিতরণ করে বিএনপি নেতারা।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!