বিনোদন
রাজশাহীতে হেরোইনসহ ইউপি চেয়ারম্যানের বাবা আটক
<![CDATA[
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানার বাবা মজিবুর রহমানকে হেরোইনসহ আটক করেছে ডিবি পুলিশ।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় মাটিকাটা ইউনিয়নের উজানপাড়া গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে মজিবুরকে পাঁচ গ্রাম হিরোইনসহ আটক করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী। তিনি বলেন, মজিবুরের নামে থানায় একাধিক মামলা রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।
আরও পড়ুন: কিশোরগঞ্জে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
এ ছাড়া মজিবুরের রহমানের ছেলে বর্তমান ইউনিয়ন চেয়ারম্যান সোহেল রানার বিরুদ্ধেও থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
]]>