রাজনীতি

রাজশাহী জেলা পরিষদ: আরও ২ আ.লীগ নেতার মনোনয়নপত্র সংগ্রহ

রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আরও দুই আওয়ামী লীগ নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন কার্যালয় থেকে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ নিয়ে চেয়ারম্যান পদে পাঁচ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

ওই দুই চেয়ারম্যান প্রার্থী হলেন— নগরীর কাদিরগঞ্জ এলাকার বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল ও গোদাগাড়ীর সাবেক ইউপি চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আক্তারুজ্জামান আক্তার।

এ ছাড়া সদস্য পদে ৬৫ প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে নয়টি সাধারণ সদস্য পদে ৪৬ জন ও তিনটি সংরক্ষিত নারী সদস্য পদে ১৯ জন।

এর আগে চেয়ারম্যান পদে প্রার্থী হতে যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা হলেন— মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও আওয়ামী লীগের প্রার্থী মুক্তিযোদ্ধা মীর ইকবাল, জেলা পরিষদের বর্তমান প্রশাসক ও আওয়ামী লীগের প্রবীণ নেতা মোহাম্মদ আলী সরকার এবং পবা উপজেলার বড়গাছি এলাকার আফজাল হোসেন।

জেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার শহিদুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত চেয়ারম্যান পদে পাঁচজন, নয়টি সাধারণ সদস্য পদে ৪৬ এবং তিনটি সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

আগামী বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর বিকেল ৩টার মধ্যে তাদের মনোনয়নপত্র দাখিল করতে হবে।

তিনি জানান, মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে সংরক্ষিত মহিলা সদস্যের ১ নং ওয়ার্ডে (গোদাগাড়ী, তানোর, পবা, সিটি করপোরেশন) চারজন, ২ নং ওয়ার্ডে (মোহনপুর, বাগমারা, দুর্গাপুর) সাত এবং ৩নং ওয়ার্ডে (পুঠিয়া, চারঘাট, বাঘা) আটজন।

অপরদিকে, সাধারণ সদস্যের ১নং ওয়ার্ডে (গোদাগাড়ী) তিন, ২নং ওয়ার্ডে (তানোর) ছয়, ৩নং ওয়ার্ডে (পবা-সিটি) পাঁচ, ৪নং ওয়ার্ডে (মোহনপুর) তিন, ৫নং ওয়ার্ড (দুর্গাপুর) আট, ৬নং ওয়ার্ড (বাগমারা) ছয়, ৭নং ওয়ার্ড (পুঠিয়া) পাঁচ, ৮নং ওয়ার্ড (চারঘাট) চার ও ৯নং ওয়ার্ড (বাঘা) ছয়জন।

রাজশাহী জেলা পরিষদ নির্বাচনের ভোটার সংখ্যা ১১৮৫ জন। উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্য, পৌরসভার মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর এবং সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলররা জেলা পরিষদ নির্বাচনের ভোটার। তাদের ভোটে রাজশাহীতে একজন চেয়ারম্যান ও ১২ জন সদস্য নির্বাচিত হবেন। এর মধ্যে তিনজন সংরক্ষিত মহিলা সদস্য।

তফসিল অনুযায়ী আগামী ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। ১৮ সেপ্টেম্বর বাছাইয়ের পর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!