রাজশাহী-নাটোর সংযোগ সড়কে বদলে গেছে নওগাঁর চিত্র
<![CDATA[
স্বপ্নের এক সড়কে দুর্ভোগের অবসান। ৬১০ কোটি টাকা ব্যয়ে রাজশাহী ও নাটোরের আঞ্চলিক সংযোগ সড়ক উন্নয়নে বদলে গেছে নওগাঁর চিত্র। রাজধানীর সঙ্গে দূরত্ব কমায় আর্থসামাজিক উন্নয়নে রাখছে অনন্য অবদান।
নওগাঁ যেন সোনালি ধানের বিস্তৃত মাঠ। এখান থেকেই খাদ্যর বড় একটি জোগান যায় দেশের বিভিন্ন প্রান্তে। পাশাপাশি সুস্বাদু আমের জেলা হিসেবে পরিচিত বরেন্দ্র জনপদের মানুষের জীবনমান উন্নয়নে নিবিড়ভাবে জড়িয়ে আছে যোগাযোগ ব্যবস্থা।
সরকারের বড় দুটি প্রকল্প বাস্তবায়ন হয়েছে নওগাঁয়। ৬১০ কোটি টাকা ব্যয়ে সড়ক উন্নয়নে দুটি প্রকল্প বাস্তবায়নে কমেছে শহর আর গ্রামের দূরত্ব। এ ছাড়া চলার পথে দুই পাশে বিস্তৃত হলুদ গালিচার নান্দনিক শোভা মন জুড়িয়ে দিচ্ছে পথচারীদের।
কৃষিনির্ভর এই জনপদে বছরে ৩০ লাখ টন ধান আর সাড়ে ৩ লাখ টন আমসহ নানা কৃষিজাত পণ্যের বাজার ব্যবস্থাপনা নিয়ে কৃষকদের অনেকটাই দুশ্চিন্তায় থাকতে হতো। ৪১২ কোটি ব্যয়ে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়ক ও ১৯৮ কোটি টাকা ব্যয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক সড়ক উন্নয়নের ফলে এই জনপদের অর্থনীতিতে এসেছে আমূল পরিবর্তন।
আবদুল কুদ্দুস নামে এক কৃষক বলেন, আগে বেহাল সড়কের কারণে আমাদের কৃষিভিত্তিক এ অঞ্চলের কৃষকরা উৎপাদিত কৃষিপণ্য বিক্রির ক্ষেত্রে ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হয়ে আসছিল। এখন সড়ক উন্নয়নের ফলে আমরা সহজে ফসল ক্ষেত থেকে বাড়িতে নিতে পারছি। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে সহজে ফসল সরবরাহ করা যাচ্ছে এবং কৃষকরাও ন্যায্যমূল্য পাচ্ছেন।
সড়কের দুপাশে বসানো হয়েছে আধুনিক সাইন সিগন্যাল। এতে চলাচলে সুবিধার পাশাপাশি সময় বাঁচায় খুশি যাত্রী ও চালকরা।
আরও পড়ুন: নেত্রকোনায় দুই বছর থমকে ছিল যে সড়কের নির্মাণকাজ
রায়হান নামে এক যাত্রী বলেন, আমাদের এই অঞ্চলে বসবাসরত মানুষ বছরের পর বছর চরম ভোগান্তির শিকার হয়ে আসছিল। এখন মহাসড়কের ফলে আমাদের ভোগান্তি শেষ হয়েছে। যোগাযোগ ব্যবস্থা সহজ হয়েছে। অল্প সময়ে এক জায়গা নাটোর থেকে বিভিন্ন জেলায় যাতায়াত করা যাচ্ছে।
ফয়সাল নামে এক বাস ড্রাইভার বলেন, আগে এই সড়কের বেহাল অবস্থা থাকাতে অনেক দুর্ঘটনা ঘটত। এখন মহাসড়ক হওয়াতে দুর্ঘটনা অনেক কমে আসবে। এ ছাড়া আগে দীর্ঘ যানজটের সৃষ্টি হতো, আর এখন যানজট নেই বললেই চলে।
যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের প্রভাব পড়েছে এলাকার আর্থসামাজিক উন্নয়নে, এমনটাই বলছেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মো. সলিম উদ্দিন তফরদার।
তিনি জানান, জেলা সড়ক নিয়ে আরও একটি প্রকল্প পাশ হয়েছে। ১৩টি প্রজেক্টে এসব প্রকল্প বাস্তবায়ন হবে।
নওগাঁ সড়ক ও জনপথ অধিদফতরের নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান বলেন, দেনওগাঁ-রাজশাহী আঞ্চলিক সড়ক ২৪ ফুট প্রশস্ত আর উভয় পাশে রয়েছে ৫ ফুট করে হার্ড সোল্ডার। আর ২৫ কিলোমিটার নাটোর-নওগাঁ আঞ্চলিক এ সড়কে দুর্ঘটনা এড়াতে নেয়া হয়েছে নানা পদক্ষেপ।
নওগাঁয় নতুন করে সড়ক ও ব্রিজ-কালভার্ট নির্মাণে সম্প্রতি ১ হাজার ১৮২ কোটি টাকার অনুমোদন হওয়া নতুন প্রকল্পের কাজ চলছে বলে জানিয়েছে সড়ক বিভাগ।
]]>