রাজার ব্যাটে চড়ে জিম্বাবুয়ের চ্যালেঞ্জিং সংগ্রহ
<![CDATA[
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের ম্যাচে জ্বলে উঠেছেন সিকান্দার রাজা। আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন তিনি। রাজার ব্যাটে ভোর করেই টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে গতবার বিশ্বকাপে সুযোগ না পাওয়া দলটি।
সোমবার (১৭ অক্টোবর) হোবার্টে আয়ারল্যান্ড টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। আগে ব্যাট করতে নেমে সিকান্দার রাজার অনবদ্য রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৪ রান সংগ্রহ করে তারা।
এদিন ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের। জস লিটলের করা ইনিংসের দ্বিতীয় বলেই তারা হারায় চাকাভার উইকেটটি। দলীয় রানের খাতায় তখনো যোগ হয়নি কোন রান।
আরও পড়ুন:প্রস্তুতি ম্যাচে কিউইদের উড়িয়ে দিল প্রোটিয়ারা
ওয়েইসলি মাধেভেরে ও ক্রেইগ আরভিন মিলে অবশ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। এই জুটিতে ২৮ বলে ৩৭ রানের পার্টনারশিপ গড়েন তারা। এরপর ১৯ বলে ২২ রান করা মাধেভেরেকেও ফিরিয়ে দেন লিটল।
পরের ওভারে বল করতে এসে সিমি সিং ফিরিয়ে দেন অধিনায়ক ক্রেইগ আরভিনকেও। ৩৭ রানে তিন উইকেট হারানো জিম্বাবুয়ে তখন ব্যাকফুটে।
ক্রিজে এসে নতুন দুই ব্যাটার শন উইলিয়ামস ও সিকান্দার রাজা প্রতিরোধ গড়েন ৪২ রানের জুটি। ৭৯ রানে চতুর্থ উইকেট হারায় জিম্বাবুয়ে। ১২ রান করে সিমি সিংয়ের দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি।
আরও পড়ুন:ফের অঘটন, এবার ওয়েস্ট ইন্ডিজকে হারাল স্কটল্যান্ড
এরপর মিল্টন সুম্বাকে নিয়ে আরও একটি জুটি গড়েন রাজা। ব্যাট হাতে কচুকাটা করতে থাকেন আইরিশ বোলারদের। দলীয় ১৩৭ রানে পঞ্চম উইকেট হারায় জিম্বাবুয়ে। ১৪ বলে ১৬ রান করে আদাইয়ারের শিকারে পরিণত হন সুম্বা। রায়ান বার্ল উইকেটে এসে ফিরে যান ১ রান করেই।
সপ্তম উইকেট জুটিতে রাজা ও লুক জঙ্গুয়ে মিলে দলের স্কোরটাকে চ্যালেঞ্জিং সংগ্রহে রূপ দেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে তারা। জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ৮২ রান করে ইনিংসের শেষ বলে আউট হন সিকান্দার রাজা। ৪৮ বলে খেলা তার ইনিংসে ছিল ৫টি করে চার ও ছয়ের মার। জঙ্গুয়ে খেলেন ১০ বলে ২০ রানের ক্যামিও ইনিংস।
]]>




