রাতের হাতিরঝিলে ভয়ংকর অভিজ্ঞতার শিকার তরুণ-তরুণী
<![CDATA[
রাজধানীর হাতিরঝিলে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তরুণ-তরুণীকে হয়রানির অভিযোগ উঠেছে। তাদের কাছ থেকে লুট করা হয়েছে নগদ অর্থ, মোবাইল ফোন। বুধবার (১৬ নভেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
রাতের হাতিরঝিলে প্রায়ই ঘটছে ছিনতাই। পথচারীদের হয়রানি মতো ঘটনা। বুধবার রাত ১১টার দিকে এক তরুণ-তরুণী হাতিরঝিল দিয়ে হেঁটে ফিরছিলেন বাসায়। এ সময় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ভবনের পাশে একটি রেস্তোরাঁর সামনে এলে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ৬-৭ তরুণ তাদের গতিরোধ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তরুণ-তরুণীকে মারধর করে মোবাইল ফোন, নগদ অর্থ ছিনিয়ে নেয় ওই যুবকরা। শুধু তাই নয়, তরুণীকে করা হয় যৌন হয়রানিও। এসব কিছুই হয়েছে হাতিরঝিলের নিরাপত্তার দায়িত্বে থাকা পাহারাদারদের সামনেই। ছিলেন রেস্তোরাঁর ব্যবস্থাপকও।
আরও পড়ুন: দিনের হাতিরঝিল, রাতের হাতিরঝিল
অভিযুক্তদের চেনেন কি-না? কিংবা চোখের সামনে এতকিছু ঘটলেও কেন এগিয়ে আসেননি। সাংবাদিকদের এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি তারা।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। তরুণ-তরুণীকে সঙ্গে নিয়ে জড়িতদের ধরতে হাতিরঝিল ও আশপাশের এলাকায় অভিযান চালায় তারা। ছিনতাইয়ের ঘটনার পর চেকপোস্টগুলোতে দেখা যায় পুলিশের তৎপরতা।
কাউকে আটক করতে না পেরে ঘণ্টা দেড়েক পর থানায় নিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে অভিযোগ নেয় হাতিরঝিল থানা পুলিশ।
হাতিরঝিল থানার উপপরিদর্শক মিনহাজুল ইসলাম বলেন, আমরা ভুক্তভোগীদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি, আইনগতভাবে যা যা করণীয় তাই করা হবে।
ভুক্তভোগী তরুণের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তিনি রাজধানীতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। আর তরুণীর বাড়ি সিলেটে। ঢাকায় খালার বাসায় বেড়াতে এসেছেন বলে জানান তিনি।
]]>




