রাতে ঢাকা আসছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং
<![CDATA[
ঢাকায় আসছেন চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং। সোমবার (৯ জানুয়ারি) দিবাগত রাতে সংক্ষিপ্ত যাত্রাবিরতির জন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে তাকে বহনকারী উড়োজাহাজ।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন চীনা পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাবেন। একইসঙ্গে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে অনানুষ্ঠানিক বৈঠকেরও কথা রয়েছে।
এ বিষয়ে সাবেক পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক গণমাধ্যমকে বলেন, ‘এই সফর তাৎপর্যপূর্ণ। যদিও এটি যাত্রাবিরতি, তারপরেও বাংলাদেশের সঙ্গে চীনের যে কৌশলগত সম্পর্ক রয়েছে, সেটি বিবেচনায় এটি গুরুত্বপূর্ণ।’
তিনি বলেন, ‘কূটনীতিতে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে বিভিন্ন দেশ বিভিন্নভাবে বার্তা দিয়ে থাকে। চীনের পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফরে বাংলাদেশে যাত্রা বিরতিকেও সম্পর্ক গভীর করার একটি বার্তা হিসেবে বিবেচনা করা যায়।’
আরও পড়ুন : রাষ্ট্রপতির কাছে চীনের নবনিযুক্ত রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ
শহীদুল হক বলেন, ‘এই সফরের মাধ্যমে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী একে অপরকে আরও ভালোমতো বোঝার সুযোগ পাবেন।’
প্রসঙ্গত, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন স্থানীয় সময় সোমবার বেইজিংয়ে নিয়মিত ব্রিফিংয়ে জানান, আফ্রিকার ইথিওপিয়া, গ্যাবন, অ্যাঙ্গোলা, বেনিন ও মিসর সফরে যাচ্ছেন দেশটির নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং। জানুয়ারির ৯ থেকে ১৬ তারিখ পর্যন্ত এই সফর করবেন তিনি।
গত ৩০ ডিসেম্বর চীনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ লাভের পর এটিই কিন গ্যাংয়ের প্রথম বিদেশ সফর। এই সফরে আফ্রিকা যাওয়ার পথে তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিচিত হবেন।
]]>




