রাতে রিয়ালকে আরও পেছনে ফেলার সুযোগ পাচ্ছে বার্সেলোনা
<![CDATA[
কিছুদিন আগেই শক্তিশালী রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ ঘরে তুলেছে বার্সেলোনা। স্প্যানিশ শিরোপা জয়ের পরে কোপা দেল রে’র ম্যাচেও এডি সেওতাকে হারিয়ে দেয় জাভি হার্নান্দেজের দল। রোববার (২২ জানুয়ারি) লা লিগার ম্যাচে টানা তৃতীয় জয়ের লক্ষে গেতাফের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়।
স্প্যানিশ লা লিগায় ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ২০২২-২৩ মৌসুমে এখনো হারের মুখ দেখেনি বার্সেলোনা। নিজেদের মাঠে শেষ ৮ ম্যাচের ৭ জয়ের বিপরীতে একটি মাত্র ম্যাচ ড্র করেছে দলটি। টানা জয়ের আত্মবিশ্বাস নিয়ে আজ গেতাফেকে আতিথ্য দেবে জাভিরা।
লা লিগায় ১৬ ম্যাচ মাঠে নেমে ১৩ জয় ও এক হারে ৪১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। সমান ম্যাচ খেলে ৩ পয়েন্ট পিছিয়ে আছে রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ থেকে পয়েন্ট ব্যবধান বাড়িয়ে নিতে আজ গেটাফেকে হারিয়ে সহজ ৩ পয়েন্ট যোগ করতে চাইবে কাতালানরা। অন্যদিকে ম্যাচ সমান ১৭ পয়েন্ট নিয়ে লা লিগায় ১৬ নম্বর স্থানে অবস্থান করছে গেতাফে।
আরও পড়ুন: আর্জেন্টিনার দ্বিতীয় মেসিকে দলে ভেড়াল বার্সেলোনা
এদিকে গেতাফে নিজেদের শেষ ম্যাচে সেভিয়া এবং এস্পানিওলের বিপক্ষে হারের তিক্ততা নিয়ে বার্সার মুখোমুখি হতে যাচ্ছে আজ। টানা তিন পরাজয়ে মাঠে অনেকটাই পিছিয়েই থাকবে ক্লাবটি। ২০১৮ এবং ২০২০ মৌসুমে লা লিগার পঞ্চম ও অষ্টম স্থানে থাকা গেতাফে চলতি মৌসুমে রয়েছে পয়েন্ট টেবিলের ১৬তম স্থানে। আজ ক্যাম্প ন্যুতে কাতালানদের হারাতে পারলেই তাদের থেকেও এগিয়ে থাকা সেভিয়া এবং আলমেরিয়াকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে গেতাফের সামনে।
বার্সার জন্য স্বস্তির বিষয় এ মুহূর্তে দলে কোনো ইনজুরি নেই। তবে সাসপেনশনের কারণে গেতাফের বিপক্ষে থাকছেন না লেভানডোভস্কি ও ফেরান টরেস। পোলিশ তারকা না থাকায় উসমান দেম্বেলে এবং গাভি এ দুই উইঙ্গারের মাঝে দেখা যাবে আনুস ফাতিকে।
]]>