রানিকে শ্রদ্ধা জানাতে হাজারো মানুষের অপেক্ষা, নিরাপত্তা জোরদার
<![CDATA[
রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতি শ্রদ্ধা জানাতে হাজার হাজার মানুষ অপেক্ষা করছেন যুক্তরাজ্যের ওয়েস্টমিনস্টার হলের বাইরে। ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশ। লাইন আর লম্বা না করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে এরই মধ্যে লন্ডন পৌঁছাতে শুরু করেছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
তবে বাইরে মানুষের দীর্ঘ সারি থাকলেও ওয়েস্টমিনস্টার হলে সুশৃঙ্খলভাবে রানিকে শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এদিকে ওয়েলসে রাজা তৃতীয় চার্লস ও কুইন কনসোর্ট ক্যামিলাকে গান স্যালুটের মাধ্যমে স্বাগত জানানো হয়। রানির প্রতি শ্রদ্ধা ও শোক জানানোর আনুষ্ঠানিকতায় যোগ দিতে ওয়েলস সফর করেন তারা। পরে তারা কার্ডিফের একটি গির্জায় রানির প্রতি বিশেষ প্রার্থনায় যোগ দেন। প্রাসাদের বাইরে থাকা সাধারণ মানুষের সঙ্গেও হাত মেলান রাজা তৃতীয় চার্লস।
আরও পড়ুন: রানির কফিনের কাছে যাওয়ায় এক ব্যক্তি গ্রেফতার
রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিচ্ছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান। এ জন্য যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, রাজনীতিকসহ পাঁচশ বিদেশি অতিথি অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত থাকবেন বলেও জানিয়েছে ব্রিটিশ সরকার।
তবে অন্ত্যেষ্টিক্রিয়ায় রাশিয়ার পাশাপাশি আমন্ত্রণ জানানো হয়নি চীনকেও। বেশ কয়েকজন ব্রিটিশ এমপির আপত্তির কারণে চীনা প্রতিনিধিদল অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদানের অনুমতি পায়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। বলা হচ্ছে, উইঘুর সম্প্রদায়ের ওপর মানবাধিকার লঙ্ঘনের কারণেই আমন্ত্রণ পায়নি চীন।
]]>