খেলা

রানির মৃত্যুতে ব্যথিত কেনিয়ার সেই হোটেল কর্তৃপক্ষ

<![CDATA[

বাবা ষষ্ঠ জর্জের মৃত্যুর সময় আফ্রিকার দেশ কেনিয়ার একটি হোটেলে অবস্থান করছিলেন প্রিন্সেস এলিজাবেথ। ওই হোটেলে থাকতেই শোনেন পরবর্তী রানি হওয়ার সংবাদ। তার স্মৃতিতে একটি রুমও আছে সেখানে। রানির মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ।

১৯৫২ সালের ফেব্রুয়ারি মাসে কেনিয়া সফরের সময় তার সঙ্গী ছিলেন স্বামী প্রিন্স ফিলিপ। তারা ওঠেন এবারডেয়ার ন্যাশনাল পার্কে একটি কাঠের হোটেলে। সফরের পুরোটা সময় ওই হোটেলেই ছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। পরে, তার ব্যবহৃত রুমটি ‘রানি এলিজাবেথ’ নামকরণ করে হোটেল কর্তৃপক্ষ।

রানির মৃত্যুতে বিশ্বজুড়েই শোকাহত মানুষ। বাদ যায়নি সেই হোটেলটিও। রানির মৃত্যুর খবরের পর থেকে অন্যদের মতোই ব্যথিত হোটেল কর্তৃপক্ষ।

হোটেলটির একজন কর্মকর্তা বলেন, ‘এটা সত্যিই দুঃখের সংবাদ। রানি আমাদের এখানে ছিলেন। এখনো যারা কেনিয়ায় আসেন, তারা এই হোটেল একবার হলেও ঘুরে যান। রানি কোথায় থাকতেন, কোথায় বসতেন এসব দেখতে আসেন তারা। রানির ব্যবহৃত রুমটি ওই রকমই রেখেছি আমরা।’

আরও পড়ুন: রানি এলিজাবেথের মৃত্যুতে বিশ্বনেতাদের শোক

১৯৩২ সালে গাছ দিয়ে নির্মাণ করা হয় হোটেলটি। পরে নতুন করে সেটার সংস্কার করা হয়। মাটি থেকে ৪০ ফিট উচুঁতে অবস্থিত হোটেলটি থেকে ন্যাশনাল পার্কটির পশুপাখি দেখা যাওয়ায় ভিড় করেন পর্যটকরা।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসল প্রাসাদে মারা যান। তার বয়স হয়েছিল ৯৬ বছর।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!