বিনোদন

রানি এলিজাবেথকে শ্রদ্ধাজ্ঞাপনে অস্বীকৃতি আইরিশ ফুটবলারের

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোকের ছায়ায় ক্রীড়াবিশ্ব। রানির প্রয়াণে শ্রদ্ধা জানাতে ম্যাচ শুরুর আগে মাঠে নীরবতা পালন করে যাচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশ, ক্লাবের খেলোয়াড়রা। তবে রানিকে মাঠে শ্রদ্ধা জানানোর সময় কিছুটা অনীহা প্রকাশ করতে দেখা গেছে আয়ারল্যান্ড জাতীয় দলের ফুটবলার জেমস ম্যাকক্লিনকে।

আইরিশ চ্যাম্পিয়নশিপে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) হাডার্সফিল্ডের বিপক্ষে মাঠে নামে উইগান অ্যাথলেটিক। ম্যাচটিতে ২-১ গোলের জয় পায় ম্যাকক্লিনের উইগান।

ম্যাচ শুরুর আগে দুই দল মাঠে নেমে ব্রিটেনের রানি এলিজাবেথের উদ্দেশে এক মিনিট নীরবতা পালন করেন। এ সময় একপাশে হাডার্সফিল্ডের ফুটবলাররা একজন আরেকজনকে কাঁধে হাত রেখে রানিকে শ্রদ্ধাজ্ঞাপন করেন। একই কাজ করেন উইগানের ফুটবলাররাও।

তবে সতীর্থদের থেকে কিছুটা দূরত্ব নিয়ে একপাশে দাঁড়িয়ে থাকেন ম্যাকক্লিন। তাতে স্পষ্ট হয়, ব্রিটিশ রাজত্যের প্রতি তার ঘৃণা আর আর রানির প্রতি অশ্রদ্ধা। যদিও রানির মৃত্যুতে শোকপ্রকাশ করতে তিনি কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন।

ম্যাকক্লিন কালো আর্মব্যান্ড পরবেন এটাও ভাবেনি অনেকে। কারণ এর আগে ২০১৮ সালে ব্রিটিশ রাজ্যের প্রতি সম্মান প্রকাশ অর্থে পপি চিহ্নিত পোশাক পরিধানে অস্বীকৃতি জানিয়েছিলেন।

ব্রিটিশ রাজ্য ও তার শাসকের প্রতি নিজের এমন মনোভাবের কারণ এক ইনস্টাগ্রাম পোস্টে প্রকাশ করেন ম্যাকক্লিন। সেখানে তিনি উত্তর দেন সমালোচকদেরও। ম্যাকক্লিন বলেন, ‘আপনি যদি উত্তর আয়ারল্যান্ড বা ডেরিতে বেড়ে ওঠা জাতীয়তাবাদী না হন, তাহলে আমাদের পক্ষে কোনো ধারণা পোষণ বা কথা বলবেন না।’

গত ৮ সেপ্টেম্বর বালমোরাল ক্যাসল প্রাসাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৯৬ বছর বয়সী রানি দ্বিতীয় এলিজাবেথ। নিজেদের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে শাসন করা রানির মৃত্যুতে ১০ দিনের শোক ঘোষণা করেছে যুক্তরাজ্য। এর মধ্যে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, শ্রদ্ধাজ্ঞাপন, নীরবতা পালনসহ রয়েছে নানা আনুষ্ঠানিকতা। জাতীয় শোক পালন করতে এক সপ্তাহের জন্য প্রিমিয়ার লিগের সব ম্যাচ স্থগিত করেছিল প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। তবে যুক্তরাজ্য সরকার এ ব্যাপারে কোনো বাধ্যবাধকতা রাখেনি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!