রানি এলিজাবেথের প্রতি আওয়ামী লীগের শ্রদ্ধা
<![CDATA[
ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেছে আওয়ামী লীগ। শনিবার (১০ সেপ্টেম্বর) গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভার শুরুতে রানির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শনিবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে মনোনয়ন বোর্ডের যৌথ সভা শুরু হয়।
গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন ও দেশের ৬১টি জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চূড়ান্ত করতে এ সভা অনুষ্ঠিত হয়।
এর আগে ৭০ বছরের রাজত্বের ঐতিহাসিক অধ্যায়ের অবসান ঘটিয়ে ৮ সেপ্টেম্বর ৯৬ বছর বয়সে স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। তার মৃত্যুতে শোকের সাগরে ভাসছে গোটা ব্রিটেন। ঘোষণা করা হয়েছে ১০ দিনের রাষ্ট্রীয় শোক।
আরও পড়ুন: বাংলাদেশে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
এদিকে রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা ‘অপারেশন লন্ডন ব্রিজ’ শুরু হয়েছে। এরই অংশ হিসেবে লন্ডনের হাইড পার্কসহ আরও কয়েকটি স্থানে ৯৬ বার গান স্যালুট দেয়া হয়।
এদিকে তৃতীয় চার্লসকে আনুষ্ঠানিকভাবে রাজা ঘোষণা করা হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) লন্ডনের স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) সেন্ট জেমস প্রাসাদে অ্যাকসেশন কাউন্সিলে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তাকে রাজা হিসেবে ঘোষণা করা হয়। পরে রাজা হিসেবে শপথ নেন তিনি।
রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর সঙ্গে সঙ্গেই স্বয়ংক্রিয়ভাবে রাজা হন তার বড় ছেলে চার্লস। এতদিন তিনি প্রিন্স চার্লস হিসেবে পরিচিত ছিলেন। এখন তার পরিচয় হবে কিং চার্লস থ্রি বা রাজা তৃতীয় চার্লস।
]]>




