রানি দ্বিতীয় এলিজাবেথের মূর্তি উন্মোচন
<![CDATA[
ব্রিটেনের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের একটি মূর্তি উন্মোচন করা হয়েছে। ইয়র্কশায়ারের ইয়র্ক মিনস্টারে স্থাপন করা মায়ের সুবিশাল মূর্তিটি উন্মোচন করেছেন ছেলে রাজা তৃতীয় চার্লস। খবর সিএনএন।
অনুষ্ঠানে চার্লসের সঙ্গে ছিলেন তার স্ত্রী কুইন কনসর্ট ক্যামিলাও। রানির রাজত্বকালের ৭০ বছর পূর্তি উপলক্ষে গত আগস্টেই তৈরি করা হয়েছিল মূর্তিটি।
চার্লস বলেছেন, ‘প্রয়াত রানির রাজত্বকালের প্ল্যাটিনাম জুবিলি উপলক্ষেই পাঁচ বছর আগে এই মূর্তি তৈরির পরিকল্পনা করা হয়েছিল।’ তিনি আরও বলেন, তার মায়ের এই সুবিশাল মূর্তি গোটা শহরকে আগলে রাখবে।
আরও পড়ুন: রাজা তৃতীয় চার্লসকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ
ফ্রান্সের লেপাইন লাইমস্টোনের মূর্তিটি নির্মাণ করেছেন বিখ্যাত ভাস্কর রিচার্ড বসন্স। রানির মূর্তিটি দুই মিটারের। ওজন ১.১ টন। গত ৯ নভেম্বর মূর্তিটি উন্মোচনের পর ইয়র্ক মিনস্টারে একটি সংক্ষিপ্ত প্রার্থনা সভা হয়। প্রার্থনার পর রাজার হাতে মূর্তির একটি ছোট রেপ্লিকা তুলে দেন শিল্পী।
]]>