রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের তামার তারসহ আটক ২
<![CDATA[
বাগেরহাটে রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৩০ কেজি তামার তারসহ ২ চোরকে আটক করেছে খুলনা-৩ আনসার ব্যাটালিয়ান রামপাল ক্যাম্পের সদস্যরা।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাতে বিদ্যুৎ কেন্দ্রের বি-১ পোস্টের সীমানা থেকে তাদের আটক করা হয়। এ সময় ফ্রেমসহ ক্যাবল কাটার ব্লেড ও ২টি মোবাইল জব্দ করে আনসার সদস্যরা।
আটককৃতরা হলেন রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের কুদ্দুস শেখের ছেলে মাহাফুজ আলী (৩৫) এবং একই ইউনিয়নের আজিদ খানের ছেলে সেলিম খান (২৮)।
আরও পড়ুন: রামপাল-তাপ-বিদ্যুৎ-কেন্দ্রের-চুরি-যাওয়া-মালামালসহ-আটক-৬
উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য অর্ধলক্ষ টাকা বলে জানিয়েছেন ৩ আনসার ব্যাটালিয়ানের উপ-পরিচালক চন্দন দেবনাথ।
তিনি বলেন, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৩ আনসার সদস্যরা তাপ বিদ্যুৎ কেন্দ্রের বি-১ পোস্টের নিকটবর্তী এলাকায় অভিযান চালায়। এসময় পাচারের উদ্দেশ্যে রাখা তামার তার এবং চোরাই চক্রের দুইজনকে আটক করা হয়।
উদ্ধারকৃত মালামালসহ আটক আসামীদের রামপাল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
]]>