বিনোদন

রামুতে ১৭০ একাডেমির অংশগ্রহণে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্ট

<![CDATA[

রামু ফুটবল ট্রেনিং সেন্টার পরিদর্শন করেছেন বাফুফে টেকনিক্যাল ডিপার্টমেন্ট প্রধান মাহবুব আলম পলো। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এলিট একাডেমি ক্রেডিটেশনের অধীনে টু-স্টার রেজিস্ট্রেশনভুক্ত রামুর ফুটবল ট্রেনিং সেন্টার পরিচালনা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনের সময় প্রশিক্ষণার্থী খুদে ফুটবলারদের ক্রীড়ানৈপণ্যে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, রামু ফুটবল ট্রেনিং সেন্টার থেকে পাঁচ-সাতজন খেলোয়াড় ঢাকায় তৃতীয় বিভাগে খেলার জন্য নিয়ে যাওয়া হবে। 

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকালে রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত রামু ফুটবল ট্রেনিং সেন্টারের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন শেষে বাফুফে কর্মকর্তা মাহবুব আলম পলো বলেন, ‘শৃঙ্খলা-সম্মান ও পড়ালেখার সমন্বয়ে একজন ভালো খেলোয়াড় হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। তোমরাই আগামী বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ। ভালো খেলোয়াড় হিসেবে নিজেকে গড়ে তুলতে হলে, সঠিক পথে চলতে হবে। অ্যানড্রয়েড ফোন ব্যবহার করবে না। মোবাইল ফোনের নেশা থেকে দূরে থাক।’ 

আরও পড়ুন:  দেশের দ্রুততম মানব ইমরানুর, মানবী শিরিন

তিনি জানান, গত দুই বছরে দেশের ১৭০টি ফুটবল একাডেমিকে ওয়ানস্টার প্রদান করা হয়েছে। আগামী জানুয়ারি মাসে দেশের দশটি জোনে ওই ফুটবল একাডেমির অংশ গ্রহণে অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্ট আয়োজন করা হবে। উপজেলা পর্যায় থেকে জাতীয় পর্যায়ে খেলোয়াড় সংগ্রহের লক্ষে, এই টুর্নামেন্ট আয়োজন করবে বাফুফের টেকনিক্যাল ডিপার্টমেন্ট প্রধান মাহবুব আলম পলো।

তিনি বলেন, রামু ফুটবল ট্রেনিং সেন্টারসহ দেশের বিভিন্ন স্থানের ২৪টি ফুটবল একাডেমিকে দ্রুত টু-স্টার প্রদান করা হবে। সেই পর্যায়ের মান, ট্রেনিং কার্যক্রম ও লোকবল রামু ফুটবল ট্রেনিং সেন্টারে আছে কি না, তা দেখতেই তিনি রামুতে এসেছেন।

রামু উপজেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি কিশোর বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা রাখেন কক্সবাজার জেলা ক্রীড়া অফিসার মাঈনুদ্দিন মিল্কি, জেলা ক্রীড়া সংস্থার ফুটবল সম্পাদক হারুন অর রশিদ, রামু ব্রাদার্স ইউনিয়ন সভাপতি মো. নবু আলম, ইঞ্জিনিয়ার তিলক বড়ুয়া প্রমুখ।
 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!