রামেকে ডেঙ্গুতে নারীর মৃত্যু
<![CDATA[
রাজশাহীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আমেনা বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) রাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধী অবস্থায় তিনি মারা যান। এছাড়া গত ২৪ ঘণ্টায় এই হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জন ভর্তি হয়েছেন।
রোববার (৩০ অক্টোবর) সকালে রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার শামীম ইয়াজদানী সময় সংবাদকে এ তথ্য জানান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন আমেনা বেগম। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। তিনি নাটোরের লালপুরের বাসিন্দা।
এদিকে, জেলা সিভিল সার্জন অফিসের তথ্য মতে, রোববার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৪৭ জন। এর মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কর্মী রয়েছেন ১৪ জন। বাকি ৩৩ জন রাজশাহী, কুষ্টিয়া, পাবনা, নওগাঁ চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের বাসিন্দা।
আরও পড়ুন: পিরোজপুরে হাসপাতালে আরও ১৪ ডেঙ্গু রোগী
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার শামীম ইয়াজদানী জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ ডেঙ্গু রোগী। যারা ভর্তি রয়েছেন তাদের অবস্থাও উন্নতির দিকে।
]]>




