রাশিফলে দেখে নিন, কাটবে কেমন সারা দিন
<![CDATA[
প্রতিটি রাশির নিজস্ব স্বভাব ও গুণ-ধর্ম থাকে। তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা ঘটতে পারে। এ কারণেই প্রত্যেকের রাশিফল আলাদা-আলাদা হয়।
আজ ২০ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তি, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র? এই বিষয়গুলো সম্পর্কে যারা দিনের শুরুতেই আগাম কিছুটা ধারণা নিয়ে রাখতে চান, তারা একবার পড়ে নিতে পারেন আজকের রাশিফল।
মেষ
আজ আপনাকে খুব সতর্ক থাকার পরামর্শ দেয়া হচ্ছে। ঝগড়া, ঝামেলা থেকে দূরে থাকুন এবং আপনার কাজে মনোনিবেশ করুন। আপনি যদি ঝামেলায় জড়ান, তাহলে বড় সমস্যায় পড়বেন। কর্মক্ষেত্রে আজ আপনি খুব ব্যস্ত থাকবেন। মুলতবি কাজের বোঝা বাড়তে পারে।
বৃষ
বন্ধুদের সঙ্গে আজকের দিনটি খুব আনন্দে কাটবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। স্বাস্থ্য খুব ভালো থাকবে।
মিথুন
কর্মক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি কাটবে। অফিসে নিজের কাজে মনোনিবেশ করুন। ব্যবসায়ীদের চুক্তি করার ক্ষেত্রে বাধা আসতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। বাড়ির কারো সঙ্গে আপনার বিবাদ হতে পারে। আপনাকে রাগ নিয়ন্ত্রণ করার পরামর্শ দেয়া হচ্ছে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
আরও পড়ুন: শীতে খুশকি দূর করার ঘরোয়া সমাধান
কর্কট
ঘরোয়া খরচ বাড়তে পারে। কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ভালো কাটবে। ব্যবসায়ীরা আজ বড় অর্ডার পেতে পারেন। আপনার ব্যবসা নতুন দিকে এগিয়ে যাবে। স্বাস্থ্যের যত্ন নিন।
সিংহ
ব্যবসায়ীদের আজকের দিনটি ভালো কাটবে না। চাকরিজীবীদের সময়ের দিকে খেয়াল রাখতে হবে। আজ আপনার ওপর কাজের চাপ বেশি হতে পারে। নতুন চাকরি খোঁজার জন্য সময়টি অনুকূল। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন।
কন্যা
ব্যবসায়ীদের খুব সতর্ক থাকার পরামর্শ দেয়া হচ্ছে। বিনিয়োগ করার ক্ষেত্রে খুব সতর্ক থাকুন। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের বিতর্কে না জড়ানোর পরামর্শ দেয়া হচ্ছে। পার্টনারের সঙ্গে ঝগড়া করবেন না, অন্যথায় ব্যবসায় বড় ক্ষতি হতে পারে। চাকরিজীবীদের দিনটি স্বাভাবিক কাটবে।
আরও পড়ুন: শীতে পানি কম খাচ্ছেন, কীভাবে বুঝবেন?
তুলা
চাকরিজীবীরা যত বেশি পরিশ্রম করবেন, তত ভালো ফলাফল পাবেন। আজকের দিনটি ব্যবসায়ীদের ভালো কাটবে না। কাজে বাধা আসতে পারে। আর্থিক ক্ষতিও হতে পারে। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। আজ আপনি আপনার পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন।
বৃশ্চিক
অফিসের পরিবেশ খুব ভালো থাকবে। আজ আপনি উচ্চপদস্থ কর্মকর্তাদের মন জয় করতে সক্ষম হবেন। ব্যবসায়ীদের পরিকল্পনায় পরিবর্তন আনতে হবে। আপনার সব সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নিন। শেয়ারবাজারে কর্মরত ব্যক্তিদের আজ তাড়াহুড়ো না করার পরামর্শ দেয়া হচ্ছে।
ধনু
অফিসে মহিলা সহকর্মীদের সম্মান করে চলুন। ব্যবসায়ীদের আর্থিক অবস্থা শক্তিশালী হতে পারে। ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা এগিয়ে যেতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। বাবার সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। আর্থিক দিক দিয়ে দিনটি ভালো কাটবে।
আরও পড়ুন: ছেলেদের শার্ট-টিশার্টের ছোট্ট পকেটের কারণ জানলে চমকে উঠবেন
মকর
আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো কাটবে না। ব্যয় নিয়ন্ত্রণ করুন, অন্যথায় আপনি আগামী দিনে বড় আর্থিক সঙ্কটে পড়তে পারেন। চাকরিজীবীরা অফিসে বার বার একই ভুলের পুনরাবৃত্তি করবেন না, অন্যথায় আপনি চাকরি হারাতে পারেন। ব্যবসায়ীদের আজ ভালো লাভ হতে পারে।
কুম্ভ
আজকের দিনের শুরুটা খুব ভালো কাটবে। আপনি আজ ভালো খবর পেতে পারেন। কর্মক্ষেত্রে আপনি আপনার সব দায়িত্ব খুব ভালোভাবে পালন করবেন। শিগগিরই আপনি এর সঠিক ফলাফল পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে।
মীন
প্রতিকূল পরিস্থিতিতেও আপনাকে ধৈর্য ধরার পরামর্শ দেয়া হচ্ছে, অন্যথায় আপনার সমস্যাগুলো কমার পরিবর্তে বাড়তে পারে। কর্মক্ষেত্রে আপনি কোনো সমস্যায় পড়তে পারেন। আপনাকে দেয়া দায়িত্ব আপনার কাছ থেকে ফিরিয়ে নেয়া হতে পারে। ব্যবসায়ীদের আজ কোনো নতুন কাজ শুরু না করার পরামর্শ দেয়া হচ্ছে।
]]>