রাশিয়ার উপপ্রধানমন্ত্রীসহ ২২ ব্যক্তির ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
<![CDATA[
ইউক্রেন যুদ্ধ ইস্যুতে রাশিয়ার আরও ২২ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। বুধবার (৩০ নভেম্বর) যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লিভারলি জানান, নতুন যাদের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তাদের মধ্যে রাশিয়ার উপপ্রধানমন্ত্রী ডেনিস মান্টুরভও রয়েছেন। জেমস ক্লিভারলি জানান, ইউক্রেনে নতুন করে মোতায়েন করা রুশ সৈন্যদের হাতে অস্ত্র দেয়ার জন্য তাকে দায়ী করা হয়েছে।
যুক্তরাজ্যের এবারের নিষেধাজ্ঞায় রয়েছেন রাশিয়ার কারাগার ব্যবস্থার প্রধান আর্কাদি গোস্তেভ, যার বিরুদ্ধে রাশিয়ার ভাড়াটে সেনা ওয়াগনার গ্রুপে অপরাধীদের যোগদানে সমর্থন দেয়ার অভিযোগ রয়েছে।
এছাড়া রাশিয়ার রোস্তভ অঞ্চলের কারাগার প্রধান দিমিত্রি বেজরুকিখের নামও রয়েছে। ওয়াগনার গ্রুপে রোস্তভ থেকে প্রচুর সংখ্যক নিয়োগ হয়েছে বলে জানা গেছে।
এছাড়া ওই অঞ্চলের নির্বাচন কমিশনের প্রধান আন্দ্রে বুরভসহ অন্য কর্মকর্তাদেরও তালিকাভুক্ত করা হয়। নিষেধাজ্ঞার তালিকায় ১০ গভর্নর ও দগেস্তান, ইনগাশেশিয়া ও কালমিকিয়াসহ আঞ্চলিক প্রধানরা রয়েছেন। সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ৩ লাখ নতুন সেনা গঠনের প্রক্রিয়ায় এই ব্যক্তিরা সহায়তা করেছেন বলে অভিযোগ করেছে যুক্তরাজ্য।
আরও পড়ুন: রাশিয়াকে সহায়তায় ১৪ ব্যক্তি ও ২৮ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
এনিয়ে চলতি বছর ব্রিটেনের নিষেধাজ্ঞার আওতায় ব্যক্তির সংখ্যা বেড়ে ১,২০০ জনে দাঁড়ালো। এর আগে রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ এবং চেলসি এফসির প্রাক্তন মালিক রোমান আব্রামোভিচের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
শাস্তিমূলক এমন পদক্ষেপ গ্রহণকে স্বাগত জানিয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি মস্কোর আংশিক সৈন্য সমাবেশের সিদ্ধান্তকে এক ধরনের ‘হতাশা’ হিসেবে অভিহিত করেন। ক্লেভারলি বলেন, ইউক্রেনের ‘সাহসী’ বাহিনীকে পরাস্ত করার রাশিয়ান লক্ষ্য ব্যর্থ হয়েছে।
যুক্তরাজ্য ইউক্রেনের স্বাধীনতা রক্ষায় কিয়েভকে সামরিক সহায়তা দেয়া এবং রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ অব্যাহত রাখবে বলে জানিয়েছেন ক্লেভারলি। এদিকে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞাকে তাচ্ছিল্য করে পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার বিষয়ে তিনি কোনো মন্তব্য করার প্রয়োজন মনে করেন না।
]]>