বিনোদন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের

<![CDATA[

এবারের জি-২০ সম্মেলনের উদ্বোধনী পর্বে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। তিনি বিশ্ব নেতাদের ‘যুদ্ধ বন্ধ করতে’ বলেছেন। মঙ্গলবার (১৫ নভেম্বর) দেশটির রাজধানী বালিতে সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে যুদ্ধের অবসান ঘটিয়ে মস্কো ও কিয়েভের মধ্যকার দ্বন্দ্ব দূর করারও আহ্বান জানান তিনি। খবর এএফপি’র।

সম্মেলনের উদ্বোধন অধিবেশনের প্রাক্কালে তিনি বিশ্ব নেতাদের বলেন, ‘দায়িত্বশীল হওয়ার অর্থ কোন এক পক্ষের একতরফা লাভবান হওয়ার সুযোগ সৃষ্টি করা নয়, এখানে দায়িত্বশীল হওয়ার অর্থ আমাদেরকে অবশ্যই এ যুদ্ধের অবসান ঘটাতে হবে। যুদ্ধের অবসান ঘটাতে না পারলে, এতে বিশ্বের পক্ষে এগিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে।’

তিনি আরও বলেন, আমি জানি যে, এক ছাদের নিচে সবাইকে নিয়ে বসা খুব একটা সহজ কাজ নয়। এর জন্য সম্মিলিত প্রচেষ্টার দরকার আছে।

রাশিয়াকে উদ্দেশ্য করে জোকো উইদোদো বলেন, যুদ্ধের জন্য দায়ী থাকা মানে এই না যে, আর কিছু করার নেই। দায়ী থাকা মানে কীভাবে এটি শেষ করা যায় তার জন্যও পদক্ষেপ নেয়া। এ যুদ্ধ চলতে থাকলে পৃথিবী কোনোভাবেই স্বাভাবিক গতিতে এগোতে পারবে না।

রাশিয়ার আট মাসের সামরিক অভিযান এবং পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকির নিন্দা জানানো যায় জি-২০ সম্মেলনে এমন একটি যৌথ ঘোষণার প্রতি গুরুত্ব দেয়া হচ্ছে। রাশিয়া আন্তর্জাতিক অঙ্গন থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছে তার প্রমাণ হিসেবে মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তারা বালিতে এ সম্মেলনের আয়োজন করেন। কিন্তু জাকার্তা একটি নিরপেক্ষ পররাষ্ট্র নীতি অনুসরণ করে এবং বৈঠকের আগে মস্কোকে আমন্ত্রণ না জানানোর পশ্চিমা চাপকে প্রত্যাখান করে।

আরও পড়ুন: জি-২০ সম্মেলন: বালিতে বিশ্বনেতাদের মিলনমেলা

রাশিয়ার নাম উল্লেখ না করে উইদোদো বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর মধ্যে আরেকটি শীতল যুদ্ধের সুযোগ না দিতে সদস্যদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘আমাদের বিশ্বকে বিভিন্ন ভাগে বিভক্ত করা উচিত হবে না। আমাদের বিশ্বকে আরেকটি শীতল যুদ্ধে পড়তে দেয়া অবশ্যই উচিত না।’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ সম্মেলনে অংশগ্রহণ না করায় দেশটির পররাষ্ট্র মন্ত্রী সের্গেই ল্যাভরভ তাদের দেশের প্রতিনিধিত্ব করছেন। অন্যদিকে, জি-২০ জোটের সদস্য না হয়েও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ সম্মেলনের বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হবেন বলে জানা গেছে।

রাশিয়ার-ইউক্রেন যুদ্ধের কারণে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি লাখো মানুষকে দারিদ্রের দিকে এবং বিশ্বের বিভিন্ন দেশকে মন্দার দিকে ঠেলে দেয়ার পর জি-২০ নেতারা বালিতে একত্রিত হয়েছেন।

আরও পড়ুন: জি-২০ সম্মেলন শুরু মঙ্গলবার

উইদোদো বলেন, বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশগুলোর এ ব্লককে বিশ্বের গভীরতম এই সংকট মোকাবেলায় অবশ্যই সফল হতে হবে। তিনি প্রতিনিধিদের বলেন, ‘আজ বিশ্বের নজর আমাদের দিকে। আমরা কি সাফল্য পাবো? নাকি আরো একটি ব্যর্থতা যোগ করবো?’ ‘আমার পক্ষ থেকে আমি বলতে পারি যে জি-২০ অবশ্যই সফল হবে। এটি অবশ্যই ব্যর্থ হবে না।’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে ভূ-রাজনৈতিক উত্তেজনা যেমন বেড়েছে, তেমনি সারাবিশ্বে খাদ্য ও জ্বালানির দাম আকাশ ছুঁয়েছে। এবারের জি-২০ সম্মেলনেও বিশ্ব খাদ্যনিরাপত্তাকে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!