বাংলাদেশ

রাশিয়াকে আরও ড্রোন ও ক্ষেপণাস্ত্র দেয়ার প্রতিশ্রুতি ইরানের

<![CDATA[

রাশিয়াকে আরও ড্রোন ও ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে ইরান। ইরানের দুই সিনিয়র কর্মকর্তা ও দুই কূটনীতিকের বরাত দিয়ে রয়টার্স এ খবর দিয়েছে। সংবাদমাধ্যমটি বলেছে, তেহরানের এ পদক্ষেপ যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের আরও ক্ষেপিয়ে তুলতে পারে বলে মনে করা হচ্ছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) এক প্রতিবেদনে রয়টার্স জানায়, গত ৬ অক্টোবর ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার, রিভোল্যুশনারি গার্ডের দুই সিনিয়র কর্মকর্তা ও সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের এক কর্মকর্তা মস্কো সফর করেন। ওই সফরকালে আরও ড্রোন ও ক্ষেপণাস্ত্র সরবরাহ বিষয়ে রাশিয়া ও ইরানের মধ্যে একটি চুক্তি সই হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের এক কূটনীতিক বলেছেন, ‘ওই সফরকালে আরও ড্রোন এবং ফতেহ ও জোলফাঘরের মতো ভূমি থেকে ভূমিতে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এমন ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের আবেদন জানান রুশ কর্মকর্তারা।

এক পশ্চিমা কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ইরান ও রাশিয়ার মধ্যে জোলফাঘরসহ ভূপৃষ্ঠ থেকে নিক্ষেপযোগ্য স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য একটি চুক্তি হয়েছে।

আরও পড়ুন: আইএসকে অর্থায়নের কথা স্বীকার সিমেন্ট কোম্পানি লাফার্জের

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরান রাশিয়াকে যে ড্রোন সরবরাহ করতে সম্মত হয়েছে তার মধ্যে অন্যতম শাহেদ-১৩৬। ত্রিভুজ পাখাবিশিষ্ট ড্রোনটিকে ‘কামিকেজ’ ড্রোন হিসেবে ব্যবহার করা হয়।

ড্রোনগুলোর মাথায় একটি ছোট ওয়ারহেড লাগানো থাকে যা আঘাত হানা মাত্রই বিস্ফোরিত হয়। সম্প্রতি এ ধরনের ড্রোন ইউক্রেন যুদ্ধে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে তেহরান। 

এদিকে ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ফের হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে রাজধানী কিয়েভের একটি এলাকাসহ দেশটির কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে।

আরও পড়ুন: ‘যুক্তরাষ্ট্র-ইউরোপকে ৩০ মিনিটে ধ্বংসের ক্ষমতা রাখে রাশিয়া’

মঙ্গলবার (১৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টার পরপরই রাজধানীতে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ সময় দেনিপ্রো নদীর কাছে একটি বিদ্যুৎকেন্দ্র থেকে কুণ্ডলী পাকিয়ে ধোঁয়া উড়তে দেখা যায়।

বিবিসি জানিয়েছে, কিয়েভের পশ্চিমে ঝিটোমিরে বিদ্যুৎ ও পানি সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গেছে। দিনিপ্রোতে দুটি স্থাপনা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানীতে ‘কামিকেজ’ ড্রোন হামলার ২৪ ঘণ্টার মধ্যে সর্বশেষ হামলাগুলোর ঘটনা ঘটে। 
 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!