রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী পদ থেকে সরানো হলো বুলগাকোভকে
<![CDATA[
রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী পদ থেকে দিমিত্রি বুলগাকোভকে সরিয়ে দেয়া হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বলা হয়েছে, তাকে অন্য একটি পদে বসানো হয়েছে। তবে তাকে কোন পদে বসানো হয়েছে তা বলা হয়নি। তাকে কেন সরিয়ে দেয়া হলো, সেটাও এখনও স্পষ্ট নয়।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর প্রায় সাত মাস ধরে অভিযান অব্যাহত রয়েছে। এ অভিযানের মধ্য দিয়ে ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ অঞ্চল দখল করে নিয়েছে রাশিয়া।
তবে সম্প্রতি ইউক্রেনের পাল্টা অভিযানের মুখে উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ খারকিভের ইজিয়ামে গুরুত্বপূর্ণ যুদ্ধ ময়দান থেকে সেনা প্রত্যাহার করতে বাধ্য হয় রাশিয়া।
ইউক্রেনে নতুন করে সেনা মোতায়েনের লক্ষ্যে রিজার্ভ বাহিনীর সেনা নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যেই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ পদে রদবদলের ঘোষণা দিল রাশিয়া।
আরও পড়ুন: ইরানের কূটনৈতিক উপস্থিতি কমানোর সিদ্ধান্ত নিয়েছে ইউক্রেন
রেডিও ফ্রি এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, বুলগাকোভের জায়গায় বসানো হয়েছে কর্নেল জেনারেল মিখাইল মিজিন্তসেভকে। মিজিন্তসেভ এর আগে ন্যাশনাল ডিফেন্স কন্ট্রোল সেন্টার অব রাশিয়ার প্রধান ছিলেন।
ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযানের অন্যতম গুরুত্বপূর্ণ কমান্ডার মিজিন্তসেভ। তার নেতৃত্বেই মে মাসের শেষের দিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী শহর মারিওপোল দখল করে নেয় রুশ বাহিনী।
এদিকে ইউক্রেনে রুশ অধিকৃত চারটি অঞ্চলে গণভোট অব্যাহত রয়েছে। রাশিয়ার ভূখণ্ডের সঙ্গে যুক্ত হওয়ার লক্ষ্যে গণভোটের আয়োজন করেন অঞ্চলগুলোর রুশপন্থি বিচ্ছিন্নতাবাদী নেতারা।
আরও পড়ুন: গণভোটের নিন্দা জানাতে বিশ্বের প্রতি জেলেনস্কির আহ্বান
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ইউক্রেনের পূর্বাঞ্চল লুহানস্ক ও দোনেৎস্ক এবং দক্ষিণাঞ্চলীয় খেরসন ও জাপোরিজিয়ায় ভোটগ্রহণ শুরু হয়, চলবে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) পর্যন্ত।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা তাম জানিয়েছে, শুক্রবার দোনেৎস্ক অঞ্চলে ২৩.৬ শতাংশ ভোট পড়েছে। বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, জাপোরিজিয়ায় ২০.৫ শতাংশ ও খেরসেনের ১৫ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।
]]>




