রাশিয়ার ওপর ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বিভক্ত ইইউ
<![CDATA[
রাশিয়ার ওপর ভিসা নিষেধাজ্ঞা জারির বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেনি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এরইমধ্যে রুশ নাগরিকদের ভিসার ওপর কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিয়েছে ফিনল্যান্ড, এস্তোনিয়া ও লিথুয়ানিয়াসহ ইইউভুক্ত বেশ কয়েকটি দেশ। তবে ঢালাওভাবে এখনই এতে রাজি নয় জার্মানি ও ফ্রান্স।
ইউক্রেনে সামরিক অভিযানের জেরে রাশিয়াকে কোণঠাসা করতে নিষেধাজ্ঞার পাল্লা যেন ভারি করেই চলেছে পশ্চিমা দেশগুলো। এবার রুশ নাগরিকদের ভ্রমণ ভিসা সুবিধা পুরোপুরি বাতিলের তোড়জোড় চলছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে।
রাশিয়ার পর্যটকদের জন্য ভিসা আবেদন সহজ করার লক্ষ্যে ২০০৭ সালে হওয়া ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি চুক্তি স্থগিত করা নিয়ে সম্প্রতি চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে বৈঠকে বসে জোটটি। পোল্যান্ড, ফিনল্যান্ডসহ তিন বাল্টিক দেশ লাটভিয়া, এস্তোনিয়া ও লিথুয়ানিয়া রুশ নাগরিকদের ভিসা সুবিধা পুরোপুরি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। শেনজেন এলাকা ভ্রমণে কড়াকড়ি আরোপের আহ্বান জানিয়ে ইউরোপীয় কমিশনের কাছে যৌথভাবে চিঠি দিয়েছে দেশগুলো।
এদিকে এখনই ঢালাওভাবে ভিসা বাতিলে জোটটির সঙ্গে ঐকমত্যে পৌঁছাতে পারেনি জার্মানি ও ফ্রান্স। জার্মান চ্যান্সেলরের মতে, এতে হিতে-বিপরীত হতে পারে।
আরও পড়ুন: রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা
জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ বলেন, ইউক্রেন যুদ্ধের জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়া অত্যন্ত জরুরি। যাতে রাশিয়া অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু ভিসা বাতিল করে সাধারণ রুশ নাগরিকদের বিপদ ডেকে আনা উচিত হবে না।
তবে শিগগিরই ইইউভুক্ত সব দেশকেই এ বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল।
এ অবস্থায় তীব্র নিন্দা জানিয়ে রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী বলছেন, পশ্চিমারা নিজেদের বিপদ ডেকে আনার মতো সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এ সিদ্ধান্ত বাস্তবায়ন করলে রুশবিরোধীদের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিতে বাধ্য হবে মস্কো।
]]>




