রাশিয়ার ‘সন্ত্রাসী ও চরমপন্থি’ সংগঠনের তালিকায় মেটা
<![CDATA[
মার্ক জাকারবার্গের মালিকানাধীন ফেসবুকের মূল কোম্পানি মেটা-কে ‘সন্ত্রাসী ও চরমপন্থি’ সংগঠনের তালিকায় যুক্ত করেছে রাশিয়া।
মঙ্গলবার (১১ অক্টোবর) মেটা-কে সন্ত্রাসী ও চরমপন্থি সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি।
গত মার্চ মাসে ফেসবুক এবং টুইটারের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ব্লক করে দেয় রাশিয়ান সরকার। সেসময় মার্ক জাকারবার্গের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে চরমপন্থি কার্যকলাপের জন্য অভিযুক্ত করেন মস্কোর একটি আদালত।
আরও পড়ুন: লাখ লাখ ফেসবুক ব্যবহারকারীর তথ্য ‘ফাঁস’, মেটার সতর্কতা
মস্কোর অভিযোগ, ইউক্রেনের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের রাশিয়ানদের বিরুদ্ধে সহিংসতায় উদ্বুদ্ধ করে, এমন নানা কন্টেন্ট পোস্ট করার অনুমতি দিচ্ছে মেটা।
যদিও মেটার আইনজীবীরা তখন অভিযোগগুলো প্রত্যাখ্যান করে আদালতকে বলেছিলেন, সংস্থাটি কখনই চরমপন্থি কার্যকলাপে জড়িত ছিল না। বরং তারা ‘রুসোফোবিয়ার’ বিরুদ্ধে ছিল।
]]>