রাশিয়ায় তুরস্কের রফতানি বেড়ে দ্বিগুণ
<![CDATA[
রাশিয়ায় তুরস্কের রফতানি বেড়ে প্রায় দ্বিগুণের কোঠায় উঠেছে। সম্প্রতি তুর্কিস এক্সপোর্টারস অ্যাসেম্বলি’র এক রিপোর্টের বরাতে তাস জানায়, রাশিয়ায় তুরস্কের রফতানি ধীরে ধীরে বাড়ছে। শুধু আগস্ট মাসেই যা ৭৩৮ মিলিয়ন ডলার ছাড়িয়েছে।
দেশটির ট্রেড অ্যাসোসিয়েশন জানিয়েছে, আগস্টে রাশিয়ায় রেকর্ড সংখ্যক পণ্য রফতানি করেছে তুরস্ক। যা গত বছরের একই সময়ে তুলনায় ৮৭ দশমিক ২ শতাংশ বেশি।
ইউক্রেন-রাশিয়া সংঘাত শুরু হওয়ার পর পশ্চিমা প্রতিষ্ঠানগুলো একে একে রাশিয়া ছেড়েছে। যার ফলে রাশিয়ার বাজারে এক ধরনের শূন্যস্থান দেখা দেয়। আর সেটিই পূরণ করছে তুরস্ক। আঙ্কারা রাশিয়ায় পণ্য রফতানির অনুমতি দেয়ার পর দ্রুত বাড়তে থাকে রফতানি।
আরও পড়ুন: জুলাইয়ে যুক্তরাজ্যের অর্থনীতি ধীরগতিতে বেড়েছে
গত মাসেই তুরস্ক ও রাশিয়া অর্থনৈতিক সহযোগিতার জন্য একটি রোডম্যাপে স্বাক্ষর করেছে। এতে দ্বিপাক্ষিক বাণিজ্যিক লেনদেন বছরে ১০০ বিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়। এছাড়া রুশ প্রাকৃতিক গ্যাস সরবরাহসহ দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে দুই দেশই রুশ মুদ্রা রুবলে লেনদেনে রাজি হয়েছে।
এদিকে, আগস্টে তুর্কি নেতা রিসেপ তায়েপ এরদোগানের সঙ্গে এক বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, মস্কো ও আঙ্কারার মধ্যে বাণিজ্য প্রসারিত হচ্ছে। ২০২০ সালে প্রথম ৫ মাসে দুই দেশের মধ্যে বাণিজ্য দ্বিগুণ বেড়েছে।
সূত্র: আরটি
]]>




