বাংলাদেশ

রাষ্ট্রের গোপন নথি বাইডেনের বাড়িতে, তদন্তে বিশেষ কমিটি

<![CDATA[

রাষ্ট্রীয় গোপনীয় নথি বাড়ি নিয়ে রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রেরে ডেলাওয়ারের উইলমিংটনে অবস্থিত বাইডেনের বাড়ি থেকে দু্ই দফায় নথি উদ্ধার করে মার্কিন কর্মকর্তারা। বিষয়টির তদন্ত করতে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) একটি বিশেষ কমিটি গঠন করেছেন দেশটির অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, মেরিক গারল্যান্ড এমন ঘোষণার ঘণ্টা খানেক আগেই হোয়াইট হাউসের আইনজীবী এবং বাইডেনের বিশেষ কৌঁসুলি রিচার্ড সোবার বাইডেনের বাড়ি থেকে দ্বিতীয় দফা নথি উদ্ধার করা হয়েছে বলে বিবৃতি দেন। বিশ্লেষকদের ধারণা, এই ঘটনা ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। 

মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বলেছেন, মেরিল্যান্ডের সাবেক অ্যাটর্নি জেনারেল রবার্ট হার এই বিশেষ তদন্ত কমিটির নেতৃত্ব দেবেন।

জো বাইডেনের বাড়ি থেকে দ্বিতীয় দফায় উদ্ধারকৃত নথিগুলো পাওয়া যায় বাড়ির তার গ্যারাজ থেকেরাষ্ট্র। হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন, বাইডেনের ডেলাওয়ারের উইলমিংটনের বাড়ির গ্যারাজ থেকে নথিগুলো উদ্ধার করা হয়।

আরও পড়ুন: বাইডেনের বাড়ির গ্যারেজ থেকে পাওয়া যায় দ্বিতীয় দফার নথি

এই বিষয়ে এক বিবৃতিতে বাইডেনের বিশেষ কৌঁসুলি রিচার্ড সোবার বলেছেন, ‘আইনজীবীরা সেখান থেকে ওবামা-বাইডেন প্রশাসনের অল্প কিছু গোপনীয় অতিরিক্ত নথি উদ্ধার করেছেন।’ তিনি আরও বলেছেন, প্রাপ্ত এসব নথির একটি বাদে বাকি সবগুলোই পাওয়া গেছে প্রেসিডেন্ট বাইডেনের উইলমিংটনের বাড়ির গ্যারাজের ভাঁড়ার থেকে। এক পাতার একটি নথি পাওয়া যায় ভাঁড়ার সংলগ্ন আরেকটি কামরা থেকে।’

রিচার্ড সোবার বলেছেন, এসব নথি যেন যথাযথভাবে হস্তান্তর করা হয় সে বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে প্রশাসন সম্পূর্ণভাবে সহায়তা করে যাচ্ছে। 

এর আগে, প্রথম ধাপে তালাবদ্ধ একটি আলমারি থেকে প্রায় ১০টি গোপনীয় সরকারি নথি পাওয়া যায়। যুক্তরাষ্ট্রের ফেডারেল গোয়েন্দা সংস্থা এফবিআই পেন বাইডেন সেন্টারে পাওয়া গোপন নথির তদন্ত করছে। মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগে অফিস খালি করার সময় বাইডেনের ব্যক্তিগত অ্যাটর্নিরা নথিগুলো আবিষ্কার করেন। 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!