রিজওয়ানের আবেদনের পর বাবর, ‘ক্যাপ্টেন তো আমি’
<![CDATA[
রিভিউয়ের আবেদনটা সাধারণত অধিনায়করাই করে থাকেন। কিন্তু পাকিস্তান-শ্রীলঙ্কার মধ্যকার এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ঘটে গেল ভিন্ন ঘটনা। উইকেটরক্ষক রিজওয়ান রিভিউ সিদ্ধান্ত নেয়ার পর আম্পায়ারও সেটির প্রতি সাড়া দেন। তাতে প্রতিক্রিয়া জানান পাকিস্তান অধিনায়ক বাবর আজম।
শ্রীলঙ্কার ইনিংসের ১৬তম ওভার। বল করতে এলেন হাসান আলি। প্রথম বলটি তিনি করেন পাথুম নিসাঙ্কাকে। সেই বলেই রিভিউয়ের আবেদন করেন রিজওয়ান। ততক্ষণে আম্পায়ারও সেই আবেদন আমলে নিয়ে ফেলেন। তাতে অবাক হন বাবর আজম। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, আম্পায়ারকে তিনি বলছেন, ‘ক্যাপ্টেন তো আমি।’
আরও পড়ুন: পাকিস্তান-শ্রীলঙ্কা, এশিয়া কাপে কার কয়টি শিরোপা
অবশ্য রিজওয়ান সিদ্ধান্তের প্রতি দৃঢ় বিশ্বাসী থাকলেও সেই আবেদন বাতিল হয়ে যায়। নিসাঙ্কাকেও প্যাভিলিয়নে ফিরতে হয়নি। শেষ পর্যন্ত অপরাজিত থেকেই মাঠ ছাড়েন লঙ্কান ওপেনার। শ্রীলঙ্কা ম্যাচটি জয় পায় ৫ উইকেটের ব্যবধানে।
দুদলের ফাইনাল নিশ্চিত হওয়ায় সুপার ফোরে তাদের ম্যাচটি ছিল অনেকটা আনুষ্ঠানিকতা মাত্র। আনুষ্ঠানিকতার ম্যাচে লক্ষ্য তাড়া করতে নেমে ২ রানে ২ উইকেট হারিয়ে ভীষণ চাপে পড়ে শ্রীলঙ্কা। কুশাল মেন্ডিস ও দানুস্কা গুনাথিলাকা দু’জনই ফেরেন শূন্য রানে। শ্রীলঙ্কার তৃতীয় উইকেটটি পড়ে দলীয় ২৯ রানে। পরে সমস্ত চাপ সামাল দেন পাথুম নিসাঙ্কা ও ভানুকা রাজাপাকসে মিলে। দু’জনে মিলে গড়েন ৫১ রানের জুটি। ১৯ বলে ২৪ রানের ইনিংস খেলে আউট হন রাজাপাকসে। ২১ রানের গুরুত্বপূর্ণ এক ইনিংস খেলে বিদায় নেন দলপতি শানাকাও। এরপর হাসারাঙ্গার ১০ ও পাথুম নিসাঙ্কাতে ভর করে জয় পায় শ্রীলঙ্কা। নিসাঙ্কা শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৫৫ রানে।
আরও পড়ুন: টস জিতবে যারা, এশিয়া কাপের শিরোপাও তাদের!
এর আগে নির্ধারিত ২০ ওভারে ১২১ রান করে পাকিস্তান। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রানের ইনিংসটি আসে বাবর আজমের ব্যাট থেকে। ২৯ বলে ৩০ রান করেন তিনি। মোহাম্মদ নেওয়াজ করেন দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান। শ্রীলঙ্কার হয়ে ৩টি উইকেট নেন হাসারাঙ্গা। মহেশ থিকশানা ও প্রমোদ মদুশান ২টি করে, ডি সিলভা ও করুনারত্নে পান একটি করে উইকেট।
]]>




