রিজার্ভ সেনা সমাবেশ শেষ করার ঘোষণা রাশিয়ার
<![CDATA[
ইউক্রেন যুদ্ধে তিন লাখ রিজার্ভ সেনা সমাবেশের ঘোষণা দিয়েছিল রাশিয়া, এবার তা শেষ হয়েছে বলে জানিয়েছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু।
শুক্রবার (২৮ অক্টোবর) সের্গেই শোইগু বলেছেন, ইউক্রেন যুদ্ধে লড়তে আংশিকভাবে ৩ লাখ রিজার্ভ সেনা সমাবেশের যে ঘোষণা সেপ্টেম্বরে দেয়া হয়েছিল তা শেষ হয়েছে।
তিনি জানান, এই রিজার্ভ বাহিনীর এক-চতুর্থাশেরও বেশি সেনাকে এরই মধ্যে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টিভিতে প্রচারিত এক বৈঠকে শোইগু এ ঘোষণা দেন। এ সময় তিনি আরও জানান, বাড়তি আর কোনো পদক্ষেপ নেয়ার পরিকল্পনা রাশিয়ার নেই।
শোইগু বলেন, তিন লাখ রিজার্ভ সেনার মধ্যে ২৮ হাজার ১০০ সেনা প্রশিক্ষণে আছে, ৮২ হাজার সেনাকে যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: এরদোগান একজন প্রভাবশালী বিশ্বনেতা: পুতিন
ইউক্রেনে রাশিয়া ‘সামরিক অভিযান’ শুরুর ঘোষণা দেয়ায় জনগণের কাছে সমালোচনার মুখে পড়েছিল কর্তৃপক্ষ। রাশিয়ার অনেক নাগরিক দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল।
এবার সেনা সমাবেশ শেষের ঘোষণার মধ্য দিয়ে সেই বিতর্কিত কর্মসূচির সমাপ্তি ঘটল। শোইগু বলেছেন, ভবিষ্যতে ইউক্রেন অভিযানের জন্য আর রিজার্ভ সেনা না ডেকে বরং স্বেচ্ছাসেবী এবং পেশাদার সৈনিক নেয়া হবে।
]]>




