রুদ্ধশ্বাস ম্যাচের শেষ বলে হারল বাংলাদেশ
<![CDATA[
রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের খুব কাছে গিয়েও শেষ বলে হেরেছে বাংলাদেশ। রুদ্ধশ্বাস ম্যাচটিতে ১৫৯ রানের লক্ষ্য বেধে দিয়ে আব্দুর রাজ্জাকরা হেরেছে ৩ উইকেটের ব্যবধানে।
ভারতের ইন্দোরে রোববার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ লিজেন্ডসের বিপক্ষে ৩৭ বলে ৫৮ রানের অপরাজিত ইনিংস খেলে অস্ট্রেলিয়া লিজেন্ডসকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন ব্রাড হ্যাডিন। তার ইনিংসটি ৩ চার ও ৪ ছক্কার মারে সাজানো ছিল।
১৭তম ওভারেও ম্যাচ বাংলাদেশের পক্ষেই ছিল। ১২২ রানের বিনিময়ে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেকটা ছিটকে যায় অজি তারকারা। ৪ ওভার বল করে মাত্র ৮ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার করে একাই অজি তারকাদের ব্যাটিংয়ে ধস নামান ইলিয়াস সানি। কিন্তু শেষদিকে আবুল হাসান রাজু নিজের দুই ওভারে ৩২ রান দিয়ে বাংলাদেশকে জয় বঞ্চিত করেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৮ রানে ২ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ লিজেন্ডস দল। শূন্য রানে নাজিমউদ্দিনের পর ৬ রান করে আউট হন আফতাব আহমেদ। আরেক ওপেনার মেহরব হোসেন প্যাভিলিয়নে ফেরেন ব্যক্তিগত ৭ রান করে।
আরও পড়ুন: অর্থাভাবে সিরিজ স্থগিত আফগানিস্তানের, নতুন দেশ খুঁজছে বিসিবি
এরপর দলের হাল ধরেন অলক কাপালি ও নামুস সাদাত মিলে। ২০ বলে কাপালি ২০ রান করে আউট হন ব্রাইস ম্যাকগেইনের বলে। সাদাতও করেন ঠিক ২০ রান। দলের সর্বোচ্চ রানের ইনিংসটি আসে ইলিয়াস সানির ব্যাট থেকে। ২৯ বলে ৩০ রান করেন তিনি। বাকিদের মধ্যে ডলার মাহমুদ ১৭, মোহাম্মদ শরিফ ১৪ রান তোলেন। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১৫৮ রান করতে সক্ষম হয় বাংলাদেশ।
আরও পড়ুন: বিদায় দিয়েছেন বন্ধুকে, এবার মাঠে হাসান দেবেন সেরাটা
অস্ট্রেলিয়ার হয়ে একটি করে উইকেট পান ব্রেট লি, ননেস, জন হ্যাস্টিং, শেন ওয়াটসন, ম্যাকগেইন, জর্জ হরলিন ও নাথান। রান আউট হন আফতাব আহমেদ ও আবুল হাসান।
]]>