রুবল ছাড়াও জ্বালানির বকেয়া পরিশোধ করতে পারবে বৈরী রাষ্ট্রগুলো
<![CDATA[
বৈরী পশ্চিমা দেশগুলোকে বিদেশি মুদ্রায় জ্বালানি তেল এবং গ্যাসের বকেয়া দাম পরিশোধের সুযোগ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (৩০ ডিসেম্বর) এক নির্বাহী আদেশে পুতিন পশ্চিমা দেশগুলোকে দাম পরিশোধের এই সুযোগ দেন।
তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, পুতিনের জারি করা নির্বাহী আদেশের মানে এই নয় যে, বৈরী দেশগুলো নতুন করে বিদেশি মুদ্রা ব্যবহার করে রুশ জ্বালানি তেল বা গ্যাস কিনতে পারবে। বরং আগের বকেয়া মূল্যই পরিশোধ করতে পারবে ।
এর আগে বৈরী দেশগুলোর কাছ থেকে গ্যাস বিক্রির ক্ষেত্রে রাশিয়ার মুদ্রা রুবলে মূল্য গ্রহণ করা হবে বলে জানিয়েছিল মস্কো। তবে পুতিনের নতুন এই নির্দেশের ফলে সেই অবস্থান থেকে কিছুটা সরে এল রাশিয়া।
আরও পড়ুন: ইউক্রেনে যুদ্ধরতদের কর দায়মুক্তি দিল রাশিয়া
২০২২ সালের ৩১ মার্চ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, যেসব বৈরী দেশ রাশিয়ার বিরুদ্ধে অবরোধ আরোপ করেছে, রাশিয়ার সম্পদ জব্দ করেছে তাদের অবশ্যই রাশিয়ার গ্যাসের বিপরীতে রুবলে মূল্য পরিশোধ করতে হবে।
পুতিনের ঘোষণার জের ধরে পরের মাস এপ্রিলে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান গ্যাজপ্রম পোল্যান্ড এবং বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। কারণ, দেশ দুটো রুবলে মূল্য পরিশোধে অস্বীকৃতি জানিয়েছিল।
পরে গ্যাজপ্রম ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, ডেনমার্ক, লাটভিয়া এবং জার্মানির জ্বালানি কোম্পানি যেগুলো রাশিয়া থেকে গ্যাস কিনত সেগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। এসব দেশের কোম্পানিগুলোও রুবলে মূল্য পরিশোধ করতে অস্বীকার করেছিল।
]]>




