বাংলাদেশ

রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিপ্রোতে নিহত ১২

<![CDATA[

ইউক্রেনে নতুন করে আরেক দফা হামলার সূচনা করেছে রাশিয়া। শনিবার (১৪ জানুয়ারি) দেশটির জ্বালানি অবকাঠামো লক্ষ্য বেশিরভাগ হামলা চালায় রাশিয়া। এসব হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির নিপ্রো শহরে রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র নয়তলা ভবনে আঘাত হানলে সেখানে অন্তত ১২ জন নিহত হন। তীব শীত উপেক্ষা করেই রাতের বেলায় ইউক্রেনের উদ্ধারকর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়ে যান। নইলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারত।

নিপ্রোর ডেপুটি মেয়র সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক ভিডিও বলেন, ‘তারা (নয়তলা ভবন এবং এর আশপাশে বসবাসকারীরা) ধ্বংসস্তূপ থেকে আটকেপড়াদের উদ্ধারে একের পর এক খুদে বার্তা পাঠিয়ে যাচ্ছিল।’

আরও পড়ুন: ‘রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দেয়া ভুল, প্রত্যাহার করা উচিত’

ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের উপপ্রধান কর্মকর্তা কিরিলো তিমোশেঙ্কো বলেছেন, ‘নিপ্রোর ওই ভবনটি থেকে ৩৭ জন আটকেপড়া ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। এই হামলায় অন্তত ৬৪ জন আহত হয়েছেন।’

কেবল নিপ্রো নয়, রাশিয়ার এই দফার হামলা আঘাত হেনেছে ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং অন্যান্য শহরের গুরত্বপূর্ণ অবকাঠামোতেও। ইউক্রেনের জ্বালানিমন্ত্রী বলেছেন, ‘বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা নিয়ে সংকট বাড়ায় আগামী দিনগুলো খুবই কঠিন হতে যাচ্ছে। বিশেষ করে এই তীব্র শীতে পানি গরম করা, ঘরের জন্য কেন্দ্রীয় উষ্ণতা সঞ্চালন ব্যবস্থা পরিচালনা করা খুবই কঠিন হবে।’ 

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, নিপ্রোতে নিহতের সংখ্যা বাড়তে পারে। তিনি ‘রাশিয়ার সন্ত্রাসবাদের’ মোকাবিলায় পশ্চিমা মিত্রদের কাছে আরও অস্ত্র সহায়তা চাইবেন। 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!