বাংলাদেশ

রুশ সংবাদমাধ্যম আরটি বন্ধ করলো ফেসবুক

<![CDATA[

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটি বন্ধ করে দিয়েছে ফেসবুক। সোমবার (১৬ জানুয়ারি) সংবাদমাধ্যমটির পক্ষ থেকে ফেসবুক পেজ বন্ধ করে দেয়ার বিষয়টি জানানো হয়। এক টুইটার বার্তায় বলা হয়, কোনো ব্যাখ্যা ছাড়াই তাদের রুশ ভাষার পেজটি বন্ধ করে দিয়েছে ফেসবুক।

আরটি আরও জানায়, তাদের ওই পেজটিতে ২০ লাখের বেশি ফলোয়ার ছিল। এটা ফেসবুকে রুশ ভাষার সবচেয়ে বড় গণমাধ্যম বিষয়ক পেজগুলোর একটি। ঠিক কী কারণে পেজটি বন্ধ করে দেয়া হয়েছে তা জানার জন্য ফেসবুক কাস্টোমার সার্ভিস টিমের সঙ্গে যোগাযোগ করেছে আরটি।

টুইটার বার্তায় বলা হয়, ‘ফেসবুক কাস্টোমার সার্ভিস টিমের থেকে জবাবের অপেক্ষায় রয়েছি। রুশ ভাষার পেজটি বন্ধ হলেও ইংরেজি ভাষার পেজটি এখনও চালু রয়েছে। আরটির পক্ষ থেকে ফেসবুকের বিরুদ্ধে ‘রাজনীতি করা’র অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুন: রাশিয়া-বেলারুশ যৌথ সামরিক মহড়া শুরু

ডেইলি মেইলের প্রতিবেদন মতে, গত বছর ফেসবুকের মূল কোম্পানি মেটা তাদের সব প্লাটফর্ম থেকে আরটির কার্যক্রম বন্ধ করার ঘোষণা দেয়। ওই ঘোষণার প্রায় এক বছর পদক্ষেপ নেয়া হলো। 

মেটার আন্তর্জাতিক বিষয়ক ভাইস প্রেসিডেন্ট নিক ক্লেগ সেই সময় জানান, ইউক্রেনে সামরিক অভিযানের পর রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের বিরুদ্ধে পদক্ষেপ নিতে সইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও আরও কয়েকটি সরকারের পক্ষ থেকে ‘অনুরোধ’ জানানো হয়েছে।  

আরও পড়ুন: ইতালির ‘মোস্ট ওয়ান্টেড’ মাফিয়া বস গ্রেফতার

গত বছরের মার্চ মাসেই রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন প্ল্যাটফর্মের বিরুদ্ধে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করে ফেসবুক ও তার সহযোগী প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। ‘প্রতিশোধ’ হিসেবে মস্কো ফেসবুক ও টুইটার পুরোপুরি বন্ধ করে দেয়। এছাড়া ইউটিউব, টিকটক ও টেলিগ্রামের মতো সামাজিক পরিষেবাও বন্ধ করে দেয়া হয়।
 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!