রেকর্ড কফি রফতানি করল ভিয়েতনাম
<![CDATA[
ভিয়েতনামে কফি রফতানি রেকর্ড ছুয়েছে। ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া ২০২১-২২ মৌসুমে দেশটি ১ দশমিক ৭৩ মিলিয়ন টন কফি রফতানি করেছে। যা গেল ৪ বছরের মধ্যে সর্বোচ্চ।
দেশটির শুল্ক বিভাগের বরাতে ব্লুমবার্গ এ তথ্য জানিয়েছে।
সেপ্টেম্বরে ভিয়েতনামের কাস্টমস তাদের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করে। এর মধ্যে চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ের সামঞ্জস্যপূর্ণ রফতানি পরিসংখ্যানও অন্তর্ভুক্ত রয়েছে।
আরও পড়ুন: ১৪ বিলিয়ন ডলার ব্যয়ের পরিকল্পনা এডিবির
দেশটির ১০ জন ব্যবসায়ী এবং রফতানিকারক জানান, ২০২১-২২ মৌসুমে দেশটির কফি উৎপাদন ১ দশমিক ৭৯৪ মিলিয়ন টন।
ভিয়েতনাম কফি অ্যান্ড কোকো অ্যাসোসিয়েশনের প্রধান নগুয়েন নাম হাই বলেন, ‘এ সপ্তাহে নতুন মৌসুম শুরু হয়েছে। সেন্ট্রাল হাইল্যান্ডস কফি বেল্টের কিছু চাষি ফল বাছাই কাজ শুরু করেছেন। নভেম্বরের দ্বিতীয়ার্ধে ফসল কাটা সর্বোচ্চ পর্যায়ে যেতে পারে।’
তবে ২০২২-২৩ মৌসুমে কফি উৎপাদন ১০ শতাংশ কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে অ্যাসোসিয়েশন।
]]>