রেলওয়ে স্টেশনে স্যানিটারি ন্যাপকিন দিচ্ছেন মোরশেদ
<![CDATA[
এনজিও কর্মী মোরশেদুল হক। তার বাড়ি রংপুর জেলার বদরগঞ্জে। গত ২৪ অক্টোবর তিনি আন্তঃনগর ট্রেনে ভ্রমণ করতে গিয়ে পড়েন বিব্রতকর এক অবস্থায়। কারণ তার পাশের সিটে বসা এক তরুণী কাঁদতে কাঁদতে তার মায়ের সঙ্গে মুঠোফোনে কথা বলছিলেন। কথোপকথনে উঠে আসে তরুণীর পিরিয়ড জনিত সমস্যার বিষয়টি।
বিষয়টি বুঝতে করতে পেরে ওই মেয়ের জন্য পুরো ট্রেনের দায়িত্বশীলদের সঙ্গে কথা বলেও স্যানিটারি ন্যাপকিনের ব্যবস্থা করতে পারেননি। পরবর্তীতে ওই ট্রেন স্টেশনে দাঁড়ালে সেখান থেকে ন্যাপকিন কিনে ওই তরুণীর কাছে পৌঁছে দেন মোরশেদুল। বিষয়টি নিয়ে চিন্তাভাবনার এক পর্যায়ে বিভিন্ন আন্তঃনগর ট্রেনে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন ও লিফলেট বিতরণের সিদ্ধান্ত নেন মোরশেদুল হক। তার এই মহৎ কাজে যুক্ত হন তার অন্য বন্ধু ও সহকর্মীরা মোহাম্মদ আহাদুজ্জামান ও কামাল হোসেন।
তারা জানান, বন্ধু মোরশেদের কাজটি খুবই ভালো। সে যখন আমাদের বিষয়টি জানায়, আমরাও তার সঙ্গে কাজ করতে একমত পোষণ করি।
আরও পড়ুন: যেসব লক্ষণ জানান দেবে ত্বকের আর্দ্রতা কমছে কি না
গত শুক্রবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত পাঁচজন সঙ্গী নিয়ে রাজশাহীর রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনগুলোতে স্যানেটারি ন্যাপকিন বিতরণ করেন মোরশেদ। এদিন বেশ কিছু লিফলেট ও ১০ প্যাকেটে ৩০০ স্যানিটারি ন্যাপকিন তিতুমীর, ধূমকেতু ও বরেন্দ্র এক্সপ্রেসসহ বিভিন্ন ট্রেনের পরিচালকের কাছে সরবরাহ করেছেন তারা। এ কাজ সাধারণ মানুষের পাশাপাশি নারী সমাজকে আরও সচেতন করবে বলে প্রত্যাশা তাদের।
এদিকে ব্যতিক্রমী এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রাজশাহী স্টেশন ম্যানেজার আব্দুল করিম।
]]>




